পরনে নীল রঙের ফ্রক, আদুরে ছোট্ট শিশুটি চাঙ্কি পান্ডের কোলে উঠে অসহায়ভাবে কান্না জুড়েছে। চাঙ্কির ঠিক পাশেই দাঁড়িয়ে বন্ধু জ্যাকি শ্রফ, তারপরে চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে। তাই সহজেই বোঝা যায় অভিনেতার কোলে এই শিশুটি আর কেউ নন, অভিনেত্রী অনন্যা পান্ডে। ১৭ জানুয়ারি, বুধবার বাবা-মায়ের ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে পুরনো অ্যালবাম থেকে বেশকিছু ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পান্ডে।
অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলির প্রথমটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট অনন্যাকে। আর চাঙ্কি পান্ডের কোলে তাঁর বোন রাইসা। পরের ছবিতে রয়েছেন চাঙ্কি ও ভাবনা পান্ডে। তারপরের ছবিটি চাঙ্কি ও ভাবনা পান্ডের বিয়ের ছবি। আর শেষ ছবিটিতে দেখা গিয়েছে একেবারে ছোট্ট অনন্যাকে। ছবিগুলি পোস্ট করে অনন্যা লিখেছেন, ‘২৫তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা রইল। ভালোবাসা কতটা সহজ হতে পারে, তা তোমাদের দেখে শেখা যায়। আসলে এই সুন্দরবিষয়গুলি তোমাদের রক্তে রয়েছে। আর শেষ ছবিটিও সত্যিই দুর্দান্ত, আমি মনে করি ২৪ বছর পরও আমার অভিব্যক্তি বদলায় নি। শিশুটির অভিব্যক্তি আমার বড়ই পছন্দ।’
অনন্যা পান্ডের পোস্ট করা এই পারিবারিক অ্যালবামে 'ক্যামিও' হয়ে হাজির হয়েছেন জ্যাকি শ্রফ। চাঙ্কি ও ভাবনা পান্ডের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন জোয়া আখতার, সঞ্জয় কাপুর, তানিয়া ঘাভরি, নন্দিতা মাহতানি, অমৃতা অরোরা এবং আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে।
১৯৯৮ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন চাঙ্কি ও ভাবনা। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও এয়ার হোস্টেস হিসাবে নিজের কেরিয়ার গড়েন ভাবনা। চাঙ্কি পান্ডের সঙ্গে বিয়ের পর রেস্তোরাঁ খোলেন ভাবনা। পাশাপাশি ফ্যাশান ডিজাইনার হিসাবে নতুন পোশাক ব্র্যান্ডও আনেন। সম্প্রতি নেটফ্লিক্সের শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ মাহিপ কাপুর, সীমা সচদেব, গৌরী খানদের সঙ্গে দেখা গিয়েছে ভাবনা পান্ডেকে। এদিকে ভাবনা ও চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা ইতিমধ্যেই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছেন। 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২'-এর হাত ধরে বলিউডে পা রাখেন অনন্যা। সম্প্রতি বিজয় দেবরকোন্ডার বিপরীতে 'লাইগার' ছবিতে দেখা গিয়েছে অনন্যাকে।