নয়া দিল্লিতে বন্ধুর বিয়ে, প্রেমিক, হবু বর শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গেই সেই বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন বোন খুশিও। তাঁর সঙ্গে ছিলেন বিশেষ বন্ধু বলে পরিচিত, আর্চিস অভিনেতা বেদাং রায়না। সেই বিয়ের আসরে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে এবং ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি।
অনন্যা আর ওরি, দুজনেই সেই বিয়ে বাড়ির কিছু মুহূ্র্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বিয়ে বাড়িতে জাহ্নবী পরেছিলেন লাল সিকুইন শাড়ি, শিখর পাহাড়িয়া পরেছিলেন সাদা বাঁধগালা শেরওয়ানি সঙ্গে কালো প্যান্ট। অন্যদিকে খুশি কাপুর পরেছিলেন নীল লেহেঙ্গা। আর বেদাং পরেছিলেন কালো স্যুট। ওরির পরনে ছিল ক্রিম ও গোল্ডেন রঙের শেরওয়ানি, আর অনন্যা পাণ্ডে পরেছিলেন সবুজ রঙের একটা ড্রেস। তাঁদের সকলকেই হাসিখুশি পোজ দিতে দেখা গিয়েছে।
অন্যদিকে আরেকটি ছবিতে হবু বর-কনেকে ডান্স ফ্লোরে রোম্যান্টিক পোজ দিতে দেখা যায়। অনন্যা পাণ্ডেকে কালো টপের সঙ্গে গোল্ডেন-কালো লেহেঙ্গায় সেজে উঠতে দেখা গিয়েছে।
আরও পড়ুন-হৃদরোগ নয়, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন টিকু, এখন কেমন আছেন? জানালেন মেয়ে শিখা



প্রসঙ্গত, খুশি কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ায় প্রেমের কথা এখন সকলেরই জানা। এখন শুধুই তাঁদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় রয়েছে কাপুর ও পাহাড়িয়া পরিবার। প্রসঙ্গত, অনেক ছোট থেকেই শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী। মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, তবে ফের তাঁরা একে অপরের কাছাকাছি এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখর পাহাড়িয়াকে নিয়ে বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘যখন আমার ১৫-১৬ বছর বয়স, তখন থেকে ও (শিখর) আমার সঙ্গে আছে। আমার স্বপ্নগুলি ও আপন করে নিয়েছে। ওর স্বপ্নগুলিও আমি আমার নিজের স্বপ্ন হিসাবে সাজিয়ে তুলেছি। আমরা পরস্পরের খুব কাছের। সব সময় আমরা পরস্পরের পাশে এমন ভাবে থেকেছি যেন, আমরাই পরস্পরকে বড় করে তুলেছি।’
অন্যদিকে জাহ্নবীর বোন খুশি কাপুর, সহ-অভিনেতা বেদাং রায়নার সঙ্গে তাঁর প্রেমে সিলমোহর না দিলেও 'দ্যা আর্চিস' ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছে।
কাজের ক্ষেত্রে অনন্যা পাণ্ডেকে শীঘ্রই রোম্যান্টিক সিনেমা ‘চাঁদ মেরা দিল’-এ দেখা যাবে, যেখানে তিনি লক্ষ্যের বিপরীতে অভিনয় করেছেন। বিবেক সোনি পরিচালিত এই ছবি চলতি বছরই (২০২৫ সালে) মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে অনন্যাকে নেটফ্লিক্সের সিরিজ CTRL-এ দেখা গিয়েছিল। সেখানে তিনি নেলা অবস্থির চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি কিনা একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি বিচ্ছেদের কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে কাটানোর পর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তে ঝুঁকে পড়েন।
অনন্যদিকে খুশি কাপুরকে আমির খান পুত্র জুনেদ খানের বিপরীতে 'লাভিয়াপ্পা' ছবিতে দেখা যাবে। সদ্য মুক্তি পেয়েছে এই রোম্যান্টিক কমেডির ট্রেলার। অন্যদিকে জাহ্নবীকে খুব শীঘ্রই বরুণ ধাওয়ানের বিপরীতে 'সানি সংস্কারী কি তুলসী কুমারী' ছবিতে দেখা যাবে।