অনন্যা পান্ডে তাঁর নতুন ফটোশুটের জন্য, একটি বোহেমিয়ান সাহসী দেশি লুকে ধরা দিয়েছেন। এর আগেও অনন্যা নানা রূপে নজর কেড়েছেন ভক্তদের। অনায়াসে বিভিন্ন ধরণের সাজে সাবলীল ভাবে ধরা দিয়েছেন তিনি, তা ওয়েস্টার্ন স্টাইল হোক বা দেশি লুক। কিন্তু এবার একেবারে অন্য বেশে সকলকে মুগ্ধ করেছেন নায়িকা। তাঁর বোহেমিয়ান স্টাইলে তিনি কাঁপিয়েছেন নেটপাড়া।
আরও পড়ুন: ‘আমার মেয়ে…’! দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, কার মা-বাবা হিসেবে নিজেদের ঘোষণা করলেন তথাগত-বিবৃতি
ছবিতে অনন্যা পান্ডেকে একটি গাঢ় রঙের ট্র্যাইপ প্যাটার্নের টিউব ব্লাউজ টপে দেখা গিয়েছে। যেভাবে শাড়ি পরা হয় একেবারে তার অনুকরণে টপটি পরেছেন। এই শাড়ি প্যাটার্নের টপে সকলকে মুগ্ধ করেছেন নায়িকা। কাঁধের উপর দিয়ে যেমন শাড়ির আঁচল নেওয়া হয়, সেই ভাবেই টপটি ডিজাইন করা। এর পাশাপাশি, তিনি এটি একটি সোনালি রঙের লম্বা স্কার্ট পরেছিলেন। যা পোশাকটির জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। তবে শুধু কী তাই! এই টপ ও স্কার্ট পরে নিজেকেও যেন আমূল ভাবে বদলে নিয়েছেন অনন্যা। তাঁর মুখে ফুটে উঠে ছিল অন্য ভাব। এই রূপে, এই মেজাজে এর আগে কখনও তাঁকে দেখেননি দর্শকরা।
আরও পড়ুন: 'গরম লাগছে...' গা দিয়ে খসে পড়ছে ব্রা! বোল্ড অবতারে ধরা দিতেই সোনালির রূপে মুগ্ধ নেটপাড়া
তবে কেবল পোশাক বা এক্সপ্রেশন নয়। সাজেও ছিল বড় চমক। অভিনেত্রী গয়না হিসেবে বেছে নিয়েছিলেন সেপ্টাম। আর সেই সেপ্টামটি পরেছিলেন নলোকের আদলে। যা তাঁর লুককে আরও সাহসী করে তুলেছিল। বাড়িয়ে ছিল নান্দনিকতাও। তাঁর সঙ্গে নায়িকা পরেছিলেন একটি মিষ্টি কালো টিপ। যা তাঁর লুককে সম্পূর্ণ করেছিল।
আরও পড়ুন: 'সরিয়ে দেওয়া হয়', ভুল ভুলাইয়ার সিক্যুয়ালে না থাকা নিয়ে মুখ খুললেন অক্ষয়!
তবে এখানেই শেষ নয়। চুলের স্টাইলেও ছিল মাদকতা। একরাশ মত্ত ঢেউ খেলানো চুল কিছুটা অগোছালো ভাবে বেঁধেছিলেন অভিনেত্রী, আলগা চুলে বেঁধে নিয়েছিলেন ফুলের মালা। সব মিলিয়ে তাঁর চেহারায় একটা তীক্ষ্ণ, দেশি ভাব ফুটে উঠেছিল। এই সাজে সত্যি অনন্য দেখাচ্ছিল অনন্যাকে।
আরও পড়ুন: ‘পুরুষের সাফল্যকে অতিক্রম…’, দেবের সঙ্গে রুক্মিণীর বিচ্ছেদ কি সম্ভব? মুখ খুললেন নায়িকা
কাজের সূত্রে, অনন্যা পান্ডেকে সর্বশেষ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। পরপর দুটি সিরিজ ‘কল মি বে’ এবং 'সিটিআরএল'-এ দেখা গিয়েছিল তাঁকে। ২০১৯ সালে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এর হাত ধরে বি-টাউনে পা রেখেন নায়িকা। তারপর 'পতি পত্নী অউর ওহ', 'লাইগার', 'গেহরাইয়াঁ', 'খো গায়ে হাম কাহাঁ'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেতাকে আগামীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে।