সম্প্রতি খুড়তুতো বোন দিয়া শ্রফের এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেখান থেকেই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অনন্যা। এই ছবিগুলির মধ্যে বেশ কয়েকটি ছবি সকলের নজর কেড়েছে। কারণ বোনের এনগেজমেন্ট অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন প্রয়াত ডিজাইনার রোহিত বালের ডিজাইন করা একটি অ্যাকোয়া ব্লু শ্যুট।
গত ১ নভেম্বর ৬৩ বছর বয়সে বিখ্যাত ডিজাইনার রোহিত বাল পরলোক গমন করেন। প্রয়াত ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন অনন্যা পান্ডে। ২১ বছর আগে রোহিত শ্রদ্ধার মা ভাবনা পাণ্ডের জন্য একটি অ্যাকোয়া ব্লু স্যুট ডিজাইন করেছিলেন। ২১ বছরের পুরনো সেই স্যুট পুনরায় পরে প্রয়াত ডিজাইনারকে সম্মান জানালেন অভিনেত্রী।
(আরও পড়ুন: কলকাতার ফুটপাতে মুক্তি পেল 'মন পতঙ্গ' ট্রেলার, অংশ নিলেন ফুটপাতের বাসিন্দারা)
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘briDEEEEE। আমার বোনের বিয়ে হচ্ছে, কিন্তু এখনও আমি ওকে ছেড়ে কীভাবে থাকবো জানি না। তবে আমি একটা ভাই পেয়েছি, যার জন্য আমি ভীষণ খুশি। ’
অনন্যার পোশাকের বিবরণ
অনন্যা যে পোশাকটি পরেছিলেন, সেটি ছিল অ্যাকোয়া ব্লু রঙের। পোশাকটি হল্টার নেক গোল্ডেন সিকোয়েন্স এমব্রয়ডারি এবং সূক্ষ্ম সোনালী মোটিভ দিয়ে সজ্জিত। কাঁধের দিকেও রয়েছে সোনালী সিকুয়েন্স - এর কাজ। পোশাকটির সঙ্গে রয়েছে ম্যাচিং চুড়িদারের প্যান্ট এবং দোপাট্টা।
(আরও পড়ুন: রাজর্ষির ট্র্যাক 'চুরি' বলিউডের জনপ্রিয় মিউজিক লেবেলের! কাজলের 'দো পাত্তি'র নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ শিল্পীর)
পোশাকটির সঙ্গে মানানসই একটি সোনালী রঙের কানের দুল পরেছিলেন অভিনেত্রী। মেকআপ ছিল মানানসই। নিউড লিপস্টিক এবং একেবারে হালকা মেকআপে অনন্যা হয়ে উঠেছিলেন অনন্যা। অভিনেত্রীর এই ছবি দেখে অভিনেত্রীর পোশাক এবং চিন্তাধারার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।