বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মেয়েটিকে অবজেক্টিফাই…’, কী ধরনের আইটেম নম্বর করতে চান অনন্যা? জানালেন অভিনেত্রী

‘মেয়েটিকে অবজেক্টিফাই…’, কী ধরনের আইটেম নম্বর করতে চান অনন্যা? জানালেন অভিনেত্রী

অনন্যা পান্ডে

এবার আইটেম নম্বর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁকে আইটেম নম্বরের জন্য অফার করা হলে তিনি করতে রাজি হবেন কিনা তা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

গান শুরু থেকেই ভারতীয় সিনেমার অংশ। ব্যতিক্রম নয় আইটেম সংগুলিও। সেই গানগুলিও ভারতীয় ছবির অবিচ্ছেদ্য অঙ্গ। এর উদাহরণও রয়েছে গুচ্ছ গুচ্ছ। যেমন- ক্যাটরিনা কাইফের 'শিলা কি জাওয়ানি' থেকে মালাইকা অরোরার 'মুন্নি বদনাম' পর্যন্ত সবই হিন্দি সিনেমার 'আইটেম নম্বর' হিসাবে পরিচিত। আর বর্তমানে এই ধরণের গানের সংখ্যা বাড়ছে এবং জনপ্রিয়তাও বাড়ছে। তবে এই ধরনের গানগুলি সবসময়ই সমালোচকদের মধ্যে বিতর্কেরও সৃষ্টি করেছে।

এবার আইটেম নম্বর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁকে আইটেম নম্বরের জন্য অফার করা হলে তিনি করতে রাজি হবেন কিনা তা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। হিউম্যানস অফ বোম্বে কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি অনন্যা পান্ডে বলেছিলেন যে ‘এখন যে কেউ এই ধরনের গানে পারফর্ম করতে পারেন।’ তিনি জানিয়েছেন যে, তিনি যদি মনে করেন যে গানটির মাধ্যমে মেয়েটিকে অসম্মান করা হচ্ছে বা যৌন হয়রানি করা হচ্ছে তবে তিনি তা করবেন না। তাঁর মতে এটিকে 'অন্য দৃষ্টিকোণ' থেকে দেখতে হবে। যেখানে গানটি মেয়েটির নিয়ন্ত্রণে থাকবে। সেই ধরণের 'আইটেম নম্বর' হলে তবেই তিনি সেখানে পারফর্ম করতে সাচ্ছন্দ্য বোধ করবেন।

আরও পড়ুন: ‘ভালোবাসি…’, অনন্যার প্রিয়বন্ধু নাকি শাহরুখ ! ছবি দেখেই ফুট কাটল সুহানা!

অনন্যা বলেছেন, ‘এত বছর ধরে যেভাবে করা হয়েছে সেভাবেই সবকিছু করতে হবে না। এর পরিবর্তে চারপাশের জিনিসগুলিকে পরিবর্তন করার উপায় রয়েছে, সেক্সি অথচ যৌনতার আবেদন এবং মেয়েটিকে অবজেক্টিফাই না করা হলেই গানটা গ্রহণ যোগ্য হবে। গানটির নিয়ন্ত্রণ পুরুষের পরিবর্তে মেয়েটির হাতে রাখতে হবে।'

অভিনেত্রী এমন গানে পুরুষদের তাকানো এবং অঙ্গভঙ্গি নিয়েও সরব হয়েছেন। তবে তিনি পুরুষদের হয়েও কথা বলেছেন। তাঁদের শার্ট খোলা বা আরও নানা কিছুর মাধ্যমে তাঁদেরও অবজেক্টিফাই করা হয়। সেই জায়গাতেও নায়িকার আপত্তি রয়েছে। তাঁর দৃষ্টিভঙ্গি থেকে লিঙ্গ নির্বিশেষে যে কোনও ধরণের অবজেক্টিফিকেশন ঠিক নয়। আর অনন্যার এই বক্তব্য এই বিতর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: বাংলো বিক্রির টাকায় বিলাসবহুল গাড়ি! কঙ্গনার নতুন গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

কাজের সূত্রে, অনন্যার প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে বেশ রমরমিয়ে চলছে। এরপরে, তাঁর সাইবার থ্রিলার ‘CTRL’ আসতে চলেছে নেটফ্লিক্সে। সেখানে AI মানুষের জীবনের নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে নিচ্ছে সেই গল্প ফুটে উঠবে। সিরিজটি ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে৷

অনন্যার কমেডি সিরিজ, 'কল মি বে' প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটি প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘মধ্যস্থতার দরকার…’ পরমরা অনশন তোলার আর্জি জানাতেই সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা 'পেপার স্প্রে' করে পালানো খুনি চিন্নাস্বামীতে রোহিত-বিরাটদের সঙ্গে সাক্ষাৎ দ্রাবিড়ের! বুধবার শুরু টেস্ট সিরিজ… দুর্গা প্রতিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ ‘গোয়ালঘর পরিষ্কার করে শুয়ে পড়লেই ক্যানসার সেরে যাবে', দাওয়াই যোগীর মন্ত্রীর কিং এর দাপট, সহজেই শ্রীলঙ্কার বিরুগ্ধে প্রথম টি-২০ জিতল উইন্ডিজ নতুন কাজ শুরু করা এবং বিনিয়োগ করা এড়ানো উচিত, দেখুন কী বলছে সাপ্তাহিক রাশিফল রবিবারেও কমলো আলিয়ার ছবির আয়! ৩ দিনের মাথায় কী অবস্থা 'ভিকি বিদ্যা'-'জিগরা'র? ২৩ বছরের বাচ্চার কাছেই হারলেন জকোভিচ!পরে বললেন, ‘এখানেই শেষ নয়,আগমী বছরেও ফিরব’… আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের টানা বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.