বাংলা নিউজ > বায়োস্কোপ > নতুন ছবিতে সিদ্ধান্ত-অনন্যা-আদর্শ, শ্যুটিং শুরু হল 'খো গয়ে হম কাহাঁ'-এর

নতুন ছবিতে সিদ্ধান্ত-অনন্যা-আদর্শ, শ্যুটিং শুরু হল 'খো গয়ে হম কাহাঁ'-এর

খো গয়ে হম কাহাঁ

'খো গয়ে হম কাহাঁ'-এর শ্যুটিং সেট থেকে বিটিএস ছবি শেয়ার অভিনেতাদের। 

ফের বড় পর্দায় জুটি বাঁধছেন অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী। নতুন ছবির নাম 'খো গয়ে হম কাহাঁ'। ছবিতে আরও অভিনয় করবেন আদর্শ গৌরব। 'গেহরাইয়াঁ'-এর পর ফের একবার পর্দায় অনন্যা-সিদ্ধান্তকে একসঙ্গে দেখতে পাবে দর্শক।

ছবি পরিচালনায় অর্জুন বরৈন সিং। পরিচালকের ডেবিউ ফিচার ফিল্ম এটি। প্রযোজনায় 'এক্সেল এন্টারটেনমেন্ট'। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি হবে এই ছবি। গত বছর সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শ্যুটিং। সেট থেকে বেশ কিছু 'বিহাইন্ড দ্য সিনস'-এর ছবি পোস্ট করেছেন অভিনেতারা।

ইনস্টাগ্রাম স্টোরি
ইনস্টাগ্রাম স্টোরি
ইনস্টাগ্রাম স্টোরি
ইনস্টাগ্রাম স্টোরি

ডিজিটাল যুগে নিজেদের বন্ধুত্বকে কীভাবে বাঁচিয়ে রাখবে তিন বন্ধু? এই নিয়ে এগোবে ছবির গল্প। সদ্য লুক টেস্টে মেকআপ রুমে দেখা গিয়েছে এই তিন অভিনেতাকে। সিনেমার সেটে অভিনেতারা মেকআপ এবং লুক ট্রায়ালে হাজির হয়েছিলেন। ইনস্টাগ্রামের স্টোরিতে আদর্শ এবং অনন্যার মেকআপ রুম থেকে একাধিক ছবি শেয়ার করেছেন। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সিদ্ধান্ত।

 

বন্ধ করুন