চাঙ্কি পাণ্ডে এবং অনন্যা পাণ্ডে বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাবা-মেয়ে জুটিগুলির মধ্যে অন্যতম। দুজনকে টক শো ‘বি আ প্যারেন্ট ইয়ার সিজন ২’- এর প্রথম পর্বে দেখা যাবে। বৃহস্পতিবার, নির্মাতারা অনুষ্ঠানের একটি প্রোমো প্রকাশ করেছেন যেখানে অনন্যা তাঁর বাবাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিতে বলেছেন।
কিন্তু বাবাকে কেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার কথা বললেন অনন্যা? আসলে বাবার সঙ্গে মজা করেই এমন কথা বলেছেন অভিনেত্রী। প্রোমোতে দেখা গিয়েছে তিনি বাবা চাঙ্কি পাণ্ডেকে বলেছেন, ‘তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া উচিত। কারণ তুমি না পড়ে রিঅ্যাক্ট করে দাও।' চাঙ্কি পাণ্ডে স্নেহের সঙ্গে উত্তর দেন, 'আমি তোমার ছবি যেখানেই দেখি সেখানেই আমি লাইক দিয়ে ফেলি।'
আরও পড়ুন: মুখোমুখি লড়াইয়ে সইফয়ের দুই সন্তান! ভাই ইব্রাহিমকে টেক্কা দেবেন সারা
এই প্রোমোতে চাঙ্কি পাণ্ডে অনন্যা পান্ডেকে জিজ্ঞাসা করেন যে তাঁর মেয়ে হওয়ার কারণে কি অনন্যা কোনও ‘বিশেষ সুবিধা’ পান? এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘নেপটিজম, কথাটা লজ্জা এর সঙ্গেই জড়িয়ে রয়েছে। আমি তোমার মেয়ে হিসেবে পরিচিত হতে চাই না।’
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, 'সকলে 'স্টার কিড' শব্দটা খারাপ শব্দে পরিণত করেছে, তবে আমি মনে করি না এরকমটা হওয়া উচিত বলে। যখন কেউ স্ক্রিনে কিছু দেখেন, তারা মনে করেন, ওহ, এই অমুকের মেয়ে, এটা তমুকের ছেলে। এমন হওয়ার দরকার নেই, আমার মনে হয় এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই খারাপ। অনেক স্টার কিড আছেন যারা অসাধারণ কাজ করে সকলের মনজয় করে নিয়েছে, আবার এমনও অনেকে আছেন যারা সেভাবে কাজও পান না। তাই স্টার কিডদের সঙ্গে পক্ষপাতিত্ব করা হয় এই ধারণা খুব ভুল।'
আরও পড়ুন: ভক্তের ডাকে সারা দিয়ে 'দিল' জিতে নিলেন দিলজিৎ! কলকাতা সফরের আগে যা কাণ্ড করলেন গায়ক
তাছাড়াও অনন্যা ওঁর বাবাকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি মনে কর, আমি একজন ভালো অভিনেতা?’ চাঙ্কি উত্তর দেন, ‘বাড়িতে নাকি পর্দায়?’ চাঙ্কি পাণ্ডে এও আলোচনা করেছেন যে কীভাবে অনন্যা পান্ডে তার কাজের দিকে এগিয়ে যায়, জানিয়েছেন যে, তিনি প্রথমে স্ক্রিপ্টটি পড়েন এবং তারপরে এগিয়ে যান।
কাজের সূত্রে, অনন্যা পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স অরিজিনালে ‘CTRL’- এ । অন্যদিকে, চাঙ্কি পাণ্ডে শেষবার অনুপম খেরের সঙ্গে 'বিজয় ৬৯'-এ হাজির হয়েছিলেন।