‘দোস্তানা ২’ সিনেমায় একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক আরিয়ান এবং করণ জোহরের। কিন্তু দুজনের মধ্যে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই ছবি এখনও বিশ বাঁও জলে। তবে শোনা যাচ্ছে এবার নিজেদের ব্যক্তিগত বিবাদ মিটিয়ে করণ জোহর ও কার্তিক আরিয়ান নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন।
‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’ নামক একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন করণ জোহর এবং কার্তিক আরিয়ান। তবে কার্তিকের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে বেশ কিছু মাস ধরেই চলছিল নানান জল্পনা। প্রথমে শোনা গিয়েছিল, জাহ্নবী কাপুর এই সিনেমায় অভিনয় করবেন। যেহেতু ‘দোস্তানা টু’ সিনেমায় জাহ্নবীর অভিনয় করার কথা ছিল, তাই প্রাথমিকভাবে মনে হয়েছিল এই সিনেমায় তিনিই করবেন।
আরও পড়ুন: 'কিনলেই ডিসকাউন্ট! ফ্রিও আছে, আরও কত স্কিম…', চুঁচুড়া উৎসবে শাড়ির স্টল দিলেন সাংসদ দিদি রচনা
আরও পড়ুন: বধূবরণের পর শাশুড়ির কোলে বসলেন, খাইয়েও দিলেন শ্বেতা! কাণ্ড দেখে কী করলেন রুবেল?
পরে এও শোনা যায় শর্বরী বা শ্রীলীলাকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেছে, কার্তিকের বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে। অনন্যা এবং কার্তিক এর আগে ‘পতি পত্নী অর ও’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কার্তিক এবং অনন্যার কেমিস্ট্রি বেশ ভালোই লেগেছিল দর্শকদের। একসময় দুজনে সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায়। তবে সে সম্পর্ক বেশিদূর এগোয়নি।
বলিউড হাঙ্গামা দ্বারা শেয়ার করা একটি প্রতিবেদন থেকে জানা যায়, কার্তিকের বিপরীতে কাকে নেওয়া হবে তা নিয়ে বিস্তার চর্চা হয়েছিল। অবশেষে অনন্যাকে নেওয়ার কথাই ঠিক করা হয়েছে। কার্তিক ও অনন্যা জুটির যেহেতু একটি সফল সিনেমা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই জুটিকে নেওয়ার বিষয়েই পাল্লা ভারী হয়েছে।
কার্তিকের বিপরীতে অনন্যার অভিনয় করার কথা প্রকাশে আসার পর বেশ ক্ষিপ্ত হয়েছেন শর্বরীর ভক্তরা। একজন লিখেছেন, শর্বরীর কাছ থেকে এত সহজে রোল অনন্যার কাছে চলে যেতে পারে না! আবার একজন লিখেছেন, কার্তিকের সঙ্গে অনন্যাকে একদমই ভালো লাগে না। তৃতীয় একজন লিখেছেন, প্রতিভাহীন নেপো। আপনার থেকে শর্বরী অনেক বেশি প্রতিভাবান।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে স্বস্তিকার পোস্ট, ‘সারাজীবন এই বোচকা…’! এখন কী করছেন অন্বেষা, আসবেন অভিনয়ে?
আরও পড়ুন: খুড়তুতো বোনকে বিয়ে, অমত ছিল পরিবারের, এখন ডিভোর্স জল্পনা তুঙ্গে! সেহওয়াগ-পত্নী আরতির পরিচয় কী
তবে শর্বরীর পক্ষে যেমন অনেকে কথা বলেছেন তেমন অনেকে অনন্যার হয়েও কথা বলেছেন। একজন লিখেছেন, একটা মজার সিনেমা দেখতে পাব। অন্য একজন লিখেছেন, অনন্যা খারাপ অভিনেত্রী নন। সিনেমা অনন্যার উপস্থিতি কার্তিকের জন্য উপকারী হবে।