বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অনন্যা পাণ্ডে। তিনি চাঙ্কি পাণ্ডের কন্যা। তবে অনবরত ট্রোল হন কখনো নিজের লুকস, তো কখনো নিজের অভিনয়ের কারণে। করণ জোহরের সঙ্গে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা। এরপর পতি পত্নী অর ও, ড্রিম গার্ল ২, খো গয়ে হাম কাহা-র মতো সিনেমায় অভিনয় করেছেন।
ফোর্বস ইন্ডিয়ার সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, অনন্যাকে বলতে শোনা গেল, তিনি ছোটবেলা খুব একটা বাবা চাঙ্কির সিনেমার সেটে যেতেন না। তাই সিনেমা নির্মাণ সম্পর্কে খুব একটা জ্ঞানও ছিল না তাঁর। তাই প্রথম সিনেমার সময় বেশ সমস্যাতেও পড়তে হয়েছিল তাঁকে, কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে প্রথমবার ক্যামেরার সামনে আসা। এমনকী, ক্যামেরা কীভাবে কাজ করে বা ওয়াইড এবং ক্লোজ শটের মধ্যে পার্থক্য কী, সেসবও জানেন না।
আরও পড়ুন: এঁরা বাস্তবে শ্বশুর-বউমা, তবে ১টি সিনেমায় হয়েছিলেন ভাই-বোন! বলুন তো কে তাঁরা, মুভিটির নামই বা কি?
অনন্যা মেনে নেন, কোনোরকম অভিনয়ের প্রশিক্ষণ ছাড়াই তিনি সিনেমার কাজ শুরু করেছিলেন। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেককিছু। একসময় পড়াশোনা শেষ করেই গিয়েছিলেন সিনেমার সেটে। তবে এখন, আলো থেকে শুরু করে ক্যামেরার অ্যাঙ্গেল, সিনেমা বানানোর গোটা প্রসেসটাই ধীরে ধীরে বোধগম্য হয়েছে তাঁর।
আরও পড়ুন: মাছের ঝোলের পর আবার প্রতিমের ছবিতে 'রান্নাবাটি' করতে আসছেন ঋত্বিক! সঙ্গী কে?
অনন্যার স্তন নিয়ে কটাক্ষ:
কদিন আগেই চাঙ্কি-কন্যাকে বলতে শোনা গিয়েছিল, গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখার পর থেকে কীভাবে বারংবার ছোট স্তনের কারণে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনন্যা পাণ্ডে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বার-বারই শরীর নিয়ে শুনতে হত অশালীন মন্তব্য। যার কারণ, কটাক্ষকারীরা বলতেন তাঁর স্তন নাকি চোখে পড়ার মতো নয়। সেই সময় কেউ পরামর্শ দিত চেহারাটা ভারী কর, ওজন বাড়াও। তো কেউ আবার কসমেটিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য বাড়ানোর পরামর্শও দিত।
আরও পড়ুন: ‘মামার দিকেই শুধু তাকিয়ে থাকতাম...’ অজয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন আমনের?
যা নিয়ে আক্ষেপ করে অনন্যাকে বলতে শোনা গিয়েছিল, ‘শুধু কি স্তন কিংবা কোমরের মাপেই আটকে আছে আমার পরিচয়? এর বেশি কি কিছুই নেই আমার? কাউকে তাঁর শরীর দিয়ে বিচারের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।’