মাস কয়েক আগেও বলিউডের হট জুটি ছিলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। কিন্তু টেকেনি এই প্রেমের কাহিনি! চলতি বছরের মাঝামাঝি সময় পথ আলাদা হয় দুজনের। আম্বানির ছেলের জামনগরের প্রি-ওয়েডিং পার্টিতেই শেষ একসঙ্গে দেখা মিলেছিল আদিত্য-অনন্যার। আরও পড়ুন-‘খিটখিটে আন্টি’ জয়ার মুখে হাসি! কাছের মানুষের বিয়েতে একফ্রেমে ‘ঐশ্বর্যহীন’ বচ্চন পরিবার
মাস কয়েক যেতে না যেতেই খবর রটে আম্বানি ঘনিষ্ঠ প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সাথে ডেটিং করছেন চাঙ্কি পান্ডে কন্যা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল অনুষ্ঠানে ব্লাঙ্কোকে নিজের 'পার্টনার' হিসেবে পরিচয় করিয়ে দেন নায়িকা। ফিল্মফেয়ারের সাথে একটি নতুন সাক্ষাত্কারে, কল মি বে তারকা লং ডিসট্যান্ট সম্পর্কে মুখ খুলেছেন, অনন্যার কথায় এটি ‘স্বাস্থ্যকর’।
অনন্যা স্পষ্ট বলেন, ‘আমি আসলে মনে করি মাঝে মাঝে সম্পর্কে কিছুটা জায়গা থাকা বেশ স্বাস্থ্যকর। আমি মনে করি ৪৫ দিন কারও সাথে দেখা না করাই যথেষ্ট। আমার মনে হয় না এটা খুব একটা খারাপ। দুই মাস ঠিক আছে। আসলে দূরত্ব দুটো হৃদয়কে আরও কাছাকাছি আনে’।
অনন্যা বান্ধবী হিসাবে কেমন?
গার্লফ্রেন্ড হিসাবে নিজের মূল্যায়ণও করেন অনন্যা। তিনি বলেন, 'সময়ের সাথে সাথে, আমি নিজেকে নিয়ে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং এটি সরাসরি আমার সম্পর্কের উপর প্রভাব ফেলেছে। আমার সঙ্গীর পছন্দ অনুসারে আগে নিজেকে গড়ে তুলতাম। তাদের আগ্রহগুলো পছন্দ করতে শুরু করতাম। যদি তারা কিছু করতে চায় তবে আমি সব ফেলে সেটাই করব এবং তাদের সাথে যাব। বন্ধুদের সঙ্গে কম সময় কাটাতাম। আমার নিজের জীবনে অনেক পরিবর্তন আনতাম। আমার মনে হচ্ছিল এটা এমন কিছু যা আমাকে করতেই হবে। অতীতে, আমি কার সাথে ডেটিং করছিলাম তার উপর ভিত্তি করে আমি আমার ব্যক্তিত্বে বদল এনেছি এবং এখন আমি নিজেতে পরিপূর্ণ। সুখী হতে পারে এমন দু'জন মানুষের মধ্যে একটা মিষ্টি জায়গা খুঁজে বের করতে পারলে ভালো হয়'।
অনন্যাকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ছবি সিটিআরএল-এ। এ বছর তার ‘কল মি বে’ও মুক্তি পায়, যা প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজের দ্বিতীয় সিজন আসছে। 'চাঁদ মেরা দিল' নামে একটি রোমান্টিক ড্রামাও রয়েছে অনন্যার ঝুলিতে।