বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘হইচই’য়ে আসছে বড়সড় ধামাকা, এক ওয়েব সিরিজে তৃণা, ঊষসী, স্বস্তিকা, অনন্যা!

‘হইচই’য়ে আসছে বড়সড় ধামাকা, এক ওয়েব সিরিজে তৃণা, ঊষসী, স্বস্তিকা, অনন্যা!

‘হইচই’য়ে এক ওয়েল সিরিজে তৃণা সাহা, ঊষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন

এক ওয়েব সিরিজে তৃণা, ঊষসী, স্বস্তিকা, অনন্যাকে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সম্পূর্ণ অন্য ভাবে চার অভিনেত্রীকে দেখা যাবে থ্রিলার ধর্মী এই সিরিজে।

‘হইচই’য়ে আসছে নতুন ওয়েব সিরিজ। সেখানে রয়েছে বড়সড় চমক। এক সিরিজে দেখা যাবে চার নায়িকাকে- তৃণা সাহা, ঊষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন। সিরিজের চিত্রনাট্যের দায়িত্বে সাহানা দত্ত। পরিচালকের আসনে সুমন দাস। 

এক ওয়েব সিরিজে তৃণা, ঊষসী, স্বস্তিকা, অনন্যাকে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সম্পূর্ণ অন্য ভাবে চার অভিনেত্রীকে দেখা যাবে থ্রিলার ধর্মী এই সিরিজে। সিরিজের নাম এখনও ঠিক হয়নি। তবে কলকাতা এবং শহরতলীর বিভিন্ন এলাকা জুড়ে হবে ছবির শ্যুটিং। খুব শীঘ্রই ঘোষণা হবে এই নতুন সিরিজের। আরও পড়ুন: ক্ষমা চাওয়ার ভিডিয়োতে চটেছেন জৈনরা! আমিরের প্রোডাকশনের তরফে মুছে দেওয়া হল ভিডিয়ো

প্রসঙ্গত, সদ্য ‘খড়কুটো’ ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন তৃণা। অরিন্দম শীলের নতুন ছবি ‘ইসকাবনের বিবি’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজের দুনিয়ায় চুটিয়ে কাজ করছেন ঊষসী। মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অনন্যা। এদিকে, সদ্য় ‘জনি বনি’ মুক্তি পেয়েছে স্বস্তিকার। ‘ফাটাফাটি’ ছবিরও ডাবিংও শেষ করেছেন তিনি। এবার চার অভিনেত্রীকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় অনুরাগীরা। 

বন্ধ করুন