বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘অলস’, ‘আত্মকেন্দ্রিক’, ‘মোবাইল আসক্ত’ পাড়ার ছেলেদের কুর্নিশ জানালেন সুদীপা

‘অলস’, ‘আত্মকেন্দ্রিক’, ‘মোবাইল আসক্ত’ পাড়ার ছেলেদের কুর্নিশ জানালেন সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায়

নতুন প্রজন্মকে তাঁদের কাজের জন্য ধন্যবাদ জানালেন সঞ্চালিকা সুদীপা।

বঙ্গের গাঁ ঘেষে বয়ে গেছে ঘুর্ণিঝড় ইয়াস। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকা। বিধ্বস্ত সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি। তাঁদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত থেকে নানা পরিস্থিতিতে এগিয়ে আসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পাড়ার ছেলেরা। এবার তাঁদের আন্তরিক ধন্যবাদ জানালেন সুদীপা। 

সঞ্চালিকার কথায়, ‘ওরা কাজ করে। ওরা আমার পাড়ার ছেলে। কখনো দৌড়ে যায়- ত্রান নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। কখনো পুলিশকর্মীদের চা-বিস্কুট দিয়ে আনন্দ পায়। আমরা যখন আমাদের পরবর্তী প্রজন্মকে ‘অলস’, ‘self-centred’, ‘mobile addicted’ বলে সমালোচনা করি- ঠিক তখনই একা বেড়িয়ে পরে। কাজ করতে। মানুষের জন্য কাজ করতে। সকলকে অবাক করে -এরা মানুষের জন্য, কাজ করে। বিনা স্বার্থে। বিনা পারিশ্রমিকে। এরাই তো দেশের ভবিষ্যত।’।

দুর্যোগ পরিস্থিতিতে মাঠে নেমে তাঁদের কাজ করার ছবি সামাজিক মাধ্যমের পাতায় ভেসে উঠল সুদীপার। তাঁদের সম্পর্কে তিনি আরো জানিয়েছেন, ‘না আছে কোনো রাজনৈতিক রঙ। না আছে কোনো স্বার্থসিদ্ধির প্রলোভন। সদ্য বাবাকে হারানো বুক্কা কিসের টানে, মায়ের চোখের জল মুছিয়েই- ছুট্টে যায়,আর্ত মানুষের সেবায়? ওরা শুধু দুর্গাপুজা করেনা। সারা বছর মানুষের সেবা করে। এর চেয়ে ভালো পুজো আর কিই বা হতে পারে? তাই ওদের পুজো স্বার্থক। ওরা আমার পাড়ার ছেলে’।

প্রসঙ্গত, এই দুর্যোদের দিনে বালিগঞ্জ ২১ পল্লীর তরফে জানানো হয়েছে তাঁরা পুলিশকর্মীদের পাশে আছেন ৷ লকডাউন পরিস্থিতি যখন দোকানপাট বন্ধ সেই সময় কলকাতার রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের চা-বিস্কুট, জল-খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এই ক্লাব ৷ গোলপার্ক থেকে পার্ক সার্কাস এলাকা পর্যন্ত কার্যত লকডাউন পরিস্থিতিতে এই কাজ চালিয়ে যাবেন তাঁরা। 

পাড়ার ছেলেদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সুদীপা। তাঁর মতে যে তরুণ প্রজন্মকে আমরা সমালোচনা করি, ঘোর বিপদের দিনে তাঁরাই ছুটে আসে সাহায্য করতে। তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

 

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.