১৯৯৪ সালের ৪ নভেম্বর মুক্তি পেয়েছিল আন্দাজ আপনা আপনা ছবিটি। গত তিন দশক ধরে দর্শকদের মনে জায়গা অর্জন করেনি কেবল এই ছবি, একই সঙ্গে হয়ে উঠেছে কালজয়ী। রাজকুমার সন্তোষী পরিচালিত এক ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর, রবিনা টন্ডন, জুহি চাওলা, প্রমুখ। ছিলেন পরেশ রাওয়াল, শক্তি কাপুররাও। কিন্তু যখন মুক্তি পেয়েছিল বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি ছবিটি। এদিকে দেখতে দেখতে সেই কালজয়ী মজার ছবিটির ৩০ বছর হয়ে গেল। আর তিন দশক হতেই ছবি প্রসঙ্গে কী বললেন ছবির দুই তারকা?
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়
বিগত কয়েক বছরে বিভিন্ন সময় এই ছবির অভিনেতারা এই ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কিন্তু আমির এবং সলমন খান ঠিক কী বলেছিলেন সেটা জেনে নিন।
সলমন খান কী বলেছিলেন আন্দাজ আপনা আপনা এবং আমিরকে নিয়ে?
১৯৯২ সালে ছবি মুক্তি পাওয়ার আগে একটি সাক্ষাৎকারে সলমন খান আন্দাজ আপনা আপনা ছবিটি প্রসঙ্গে বলেন, 'আন্দাজ আপনা আপনা একটি দুর্দান্ত মজার ছবি। দারুণ। ভারতীয় ছবির মধ্যে অন্যতম হাসির ছবি এটি। আমির খুব মজার অভিনয় করেছে ছবিটিতে। ওর চরিত্রটা খুব বকবকিয়ে ছিল তাই ও সব মজার লাইনগুলো পেয়েছে। আমার চরিত্রটা বোকাসোকা। কিন্তু ও ওর চরিত্রটা দারুণ ভাবে করেছে। আর মাত্র ৬ মাস পরেই ছবিটি মুক্তি পাবে, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করছি যাতে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। আমি ওদের হ্যারাস করেই যাচ্ছি পা ভেঙে, সময় না দিয়ে, চুল কেটে।'
আমির কী বলেছিলেন ছবিটি নিয়ে?
২০১৪ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান বলেন, ' আসলে আমার ছবিটা দারুণ লেগেছিল। আমার মনে হয় দুর্দান্ত। কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করেনি ছবিটি। আর তখন আমার মনে হয়েছিল কেন ভাই? কোথায় গণ্ডগোল হল? আসলে কেউ জানতেই পারেনি তখন যে ছবিটি মুক্তি পেয়েছে। ওটাই একটা বড় ভুল ছিল। কেউ তখন ছবিটি দেখেনি। দিত্রিবিউটররা বোঝেননি যে ওরা ছবিটির ডেলিভারি পাবেন কিনা। রিলিজের দিন ঘোষণা হলেও ওরা সিওর ছিল না যে ছবিটা আদৌ মুক্তি পাবে কিনা। তাই ওরা কেউ প্রিন্টারের ডেলিভারি নেয়নি।'
আরও পড়ুন: বাংলার 'নারী বিপ্লব'-এর আবহে 'আন্তিগোনে'কে মঞ্চে ফেরাচ্ছেন দেবেশ! নাম ভূমিকায় তূর্ণা
মাঝে যখন আন্দাজ আপনা আপনার সিক্যুয়েল নিয়ে চর্চা শুরু হয় এবং কানাঘুষোয় শোনা যায় যে রণবীর সিং এবং বরুণ ধাওয়ান তাঁদের দুজনের চরিত্রে অভিনয় করবেন তখন ২০১৯ সালে আমির জানিয়েছিলেন যে তিনি নিশ্চিত নন আদৌ এরম ঘটবে কিনা। যদি ঘটে তাহলে অবশ্যই তাতে তাঁর সম্মতি আছে। রিমেক হলে তিনি খুশি হবেন। তাঁর কথায়, 'দর্শক হিসেবে আমি দেখতে চাই বরুণ এবং রণবীর চরিত্রগুলো নিয়ে কী করে।'