বাংলা নিউজ > বায়োস্কোপ > অস্কার মনোনয়নে 'স্পাইডার-ম্যান' অ্যান্ড্রু, শুভেচ্ছা দুই ‘স্পাইডার-ভাই’-এর

অস্কার মনোনয়নে 'স্পাইডার-ম্যান' অ্যান্ড্রু, শুভেচ্ছা দুই ‘স্পাইডার-ভাই’-এর

'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' ছবির প্রিমিয়ারে টম হল্যান্ড, টোবি ম্যাগুয়ের এবং অ্যান্ড্রু গারফিল্ড। (বাঁ দিক থেকে)

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২০২২-এর সেরা অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন 'স্পাইডার-ম্যান' খ্যাত হলি-তারকা অ্যান্ড্রু গারফিল্ড।

মঙ্গলবার সন্ধে নাগাদই প্রকাশ্যে এসেছে এবারের অস্কারের মনোনয়নের তালিকা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২০২২-এর সেরা অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন 'স্পাইডার-ম্যান' খ্যাত হলি-তারকা অ্যান্ড্রু গারফিল্ড। এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা শিরোপা জেতার জন্য চূড়ান্ত লড়াইয়ে অ্যান্ড্রুর সঙ্গে রয়েছেন হাভিয়ের বার্দেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ,উইল স্মিথ, ডেনজেল ওয়াশিংটন এর মতো তাবড় তাবড় সব অভিনেতারা। প্রসঙ্গত, 'টিক,টিক... বুম' ছবিতে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে অস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন 'দ্য অ্যামাজিং স্পাইডারম্যান' ছবির নায়ক।এবার সম্প্রতি ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু জানালেন এই খবরে তাঁকে ' মিষ্টি শুভেচ্ছা' জানিয়েছেন আরও দুই 'স্পাইডার-ম্যান' টোবি ম্যাগুয়ের এবং টম হল্যান্ড।

প্রসঙ্গত অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাকগুয়ের এবং টম হল্যান্ড এই তিন জনপ্রিয় হলি-নায়কই অভিনয় করেছেন 'স্পাইডার-ম্যান'-এর চরিত্রে। গত বছর বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পাওয়া 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' ছবিতে 'স্পাইডার-ম্যান' হিসেবে হাজির হয়েছিলেন এই তিন জনপ্রিয় অভিনেতাই। দর্শক যে এই তিন স্পাইডার-ম্যানকেই দারুণভাবে গ্রহণ করেছিলেন, তা ছবির বক্স অফিস কালেকশন থেকেই পরিষ্কার। ফের যাক, অস্কার প্রসঙ্গে। অ্যান্ড্রু গারফিল্ড জানান এবারের অস্কারে 'সেরা অভিনেতা'-র বিভাগে তাঁর মনোনয়ন পাওয়ার খবর শোনামাত্রই তাঁকে ফোনে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন টোবি এবং টম। দারুণ লেগেছে আমার।'

'দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান'-এর কথায়, 'ভীষণ মিষ্টি শুভেচ্ছা পাঠিয়েছে টোবি এবং টম দু'জনেই। এককথায় সেই টেক্সট খুব, খুব মিষ্টি। আমার দুই স্পাইডার-ভাই দারুণ ভরসা জুগিয়েছে আমাকে।

বন্ধ করুন