সৌরভের দাদাগিরির পর্ব মিটেছে বেশ কয়েক সপ্তাহ আগেই। এখন তার জায়গায় এসেছে সারেগামাপা লেজেন্ডস। এখানে ভারতীয় গানের স্বর্ণযুগের সমস্ত গানকে বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা শোনাচ্ছেন। বাবুল সুপ্রিয় থেকে শুরু করে অভিজিৎ, অনীক ধর, জাভেদ আলি, দেবজিৎ সাহা কে নেই! আর এই মঞ্চে সুরের ডালি নিয়ে হাজির হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। মানে তিনি এবারের এই সারেগামাপা লেজেন্ডসের সঞ্চালক। এদিন এই মঞ্চে উঠে এল অনীক এবং দেবজিতের সারেগামাপায়ের সফরের কথা।
সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে অনীক এবং দেবজিতের কথা
এদিন সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে স্বর্ণযুগের গান গেয়ে শোনান অনীক ধর এবং দেবজিৎ সাহা। এই বিষয়ে বলে রাখা ভালো অনীক ধর হলেন বাংলার প্রথম সারেগামাপর বিজয়ী। অর্থাৎ ২০০৫ সালে যেটা হয়েছিল। অন্যদিকে দেবজিৎ সাহা আবার সেই বছরের হিন্দির সারেগামাপার খেতাব জয় করেন। সেই খেতাব জিতে তিনি বাংলার সারেগামাপার প্রথম সিজনের সঞ্চালনা করেন। ফলে দুজনেরই এই মঞ্চের সঙ্গে জড়িয়ে অনেক স্মৃতি। এদিন সেই কথাই শোনালেন তাঁরা।
অনির্বাণ ভট্টাচার্য এদিন যখন তাঁদের জিজ্ঞেস করেন 'আজকে এতদিন পর এই মঞ্চে ফিরে এরম একটা গান গাইতে কেমন লাগছে?' তখন অনীক বলেন, 'দেখো, সারেগামাপা যে মঞ্চ, ২০০৫ এ যখন দেবু দা বম্বে রুল করছে জিটিভি সারেগামাতে তখন আমি ছোট। টিভিতে দেখে ভাবতাম আমিও এখানে যাব। তারপর এখানে এলাম যখন তখন সেই শোয়ের সঞ্চালক ওই ছিল।'
অনীক কথা শুনে দেবজিৎ বলেন, 'সেবার আমি তখন আমার সারেগামাপা জিতে এসে এখানে সঞ্চালক হিসেবে যুক্ত হয়েছি। তো ওই সিজনের বিজয়ী ছিল অনি। কী অদ্ভুত কানেকশন। আজ আবার আমরা একসঙ্গে গাইছি। আর এখানে অনেক মিউজিশিয়ান দাদারা আছেন যাঁরা সেই সময়ও ছিলেন।'
অনীক দেবজিতের স্মৃতিচারণায় নস্টালজিক হয়ে পড়েন খোদ অনির্বাণও। বলেন, 'যে সময়ের কথা হচ্ছে সেই সময় আমি টিভি সামনে সারেগামাপার দর্শক ছিলাম। এই শো কত মানুষকে জুড়ে রেখেছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে।'
আরও পড়ুন: একটা নয়, মাথায় চারটে ঝুঁটি বেঁধে দাদা ইউভানের সঙ্গে গল্পে মশগুল ইয়ালিনি! সঙ্গ দিলেন রাজও
সারেগামাপা লেজেন্ডস প্রসঙ্গে
সারেগামাপা লেজেন্ডস প্রতি শনি এবং রবিবার করে জি বাংলায় সম্প্রচারিত হয়। এটি এই দুদিন রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।