পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে অনীক ধর। কে জানত অবসর যাপনের ভিডিয়ো দিয়ে বিপাকে পড়বেন! ধেয়ে আসবে ট্রোল-কটাক্ষ।
স্ত্রী-কন্যাকে তাইল্যান্ড উড়ে গিয়েছেন অনীক। টানা শ্যুট, ব্যস্ত রুটিন থেকে দিন কয়েকের ছুটি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বিশেষ মুহূর্ত। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। একটি ভিডিয়ো পোস্ট করতেই কাটে তাল। বয়ে যায় নিন্দার বন্যা।
কী এমন ছিল সেই ভিডিয়োয়?
দিন তিনেক আগে নোপ্পারত এলিফ্যান্ট ক্যাম্পে যান অনীক। স্ত্রী এবং কন্যাকে নিয়ে হাতি সওয়ারি করেন। শুধু তাই নয়। হাতির পিঠে উঠে গান ধরেন 'চল চল মেরে সাথী'। মিনিট খানেকের ভিডিয়োয় এই দৃশ্য দেখেই রে রে করে ওঠেন নেটাগরিকরা।
দেখা যাচ্ছে, একই হাতির পিঠে অনীক, তাঁর স্ত্রী এবং কন্যা। চলতে চলতে আচমকাই থেমে পড়ে হাতিটি। খুব সম্ভবত তাকে এগোনোর জন্য তাগাদায় দেওয়া হয়। তার পরেই ফের চলতে শুরু করে সেটি।
এই দৃশ্য দেখে অনীকের উপর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁর সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক লিখেছেন, 'আপনি কি বুঝতে পারছেন না হাতিটির কতটা হচ্ছে?', অন্য জন লিখেছেন, 'আপনার মতো তারকাকে মানুষ ফলো করে। আপনার উচিত ভালো বার্তা দেওয়া। কিন্তু নিজের বিনোদনের ঠিক উল্টোটা করছেন আপনারা।'
অনীকের পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে এমনই অসংখ্য মন্তব্যে। এই ভিডিয়োটি শেয়ার করে অনেকে এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকার বার্তাও দিয়েছেন নেটমাধ্যমে।
অনীককে 'অসংবেদনশীল' বলে দাগিয়ে দিয়েছেন তাঁরা। সব মিলিয়ে ছুটি কাটাতে গিয়ে মহাবিড়ম্বনায় গায়ক।