নভেম্বর মাসের একদম শুরুতে মুক্তি পেয়েছিল ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। দীপাবলির আবহে ১ নভেম্বর মুক্তি আওয়া ছবি দুটোই বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ভুল ভুলাইয়া ৩ তো ২৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে, তবুও ছবির আয় নিয়ে খুশি নন আনিস বাজমি। দোষ চাপালেন সিংঘম এগেন ছবিটির ঘাড়ে। কী বললেন কার্তিক আরিয়ান অভিনীত ছবির পরিচালক?
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন নিয়ে কী জানিয়েছেন আনিস?
এদিন গালাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আনিস বাজমি জানিয়েছেন ভুল ভুলাইয়া ৩ ছবিটির মুক্তি কোনও ভাবেই পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না কারণ সেটা অনেকদিন আগে থেকে ঘোষণা করা হয়ে গিয়েছিল। ছবির প্রচার, ইত্যাদি সেভাবেই প্ল্যান করা হয়েছিল। আর তাছাড়া জনগণও নাকি সেই ছবিটি দীপাবলির সময়ই দেখতে চাইছিল বলে জানিয়েছেন পরিচালক।
সিংঘম এগেন ছবিটির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হওয়া প্রসঙ্গে আনিস বাজমি এদিন বলেন, 'ওদের যে বিষয়টা ছবির তাতে ওদেরও হয়তো বাধ্যবাধকতা ছিল যে দীপাবলির সময়ই ছবিটা মুক্তি দিতে হবে। ওরাও ওদের জায়গায় ঠিক। কিন্তু এই মুখোমুখি হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। দুটো ছবির লস হল এতে।'
তবে আনিসের বিশ্বাস সব কিছু হাতে থাকে না। প্রতিটা জিনিসের নিজের ভাগ্য থাকে। যে ছবি যতটুকু আয় করে সেটাই সেটার ভাগ্যে থাকে বলে অভিমত তাঁর। তবে তিনি এটাও বিশ্বাস করেন যে দুটো ছবি যদি আলাদা সময় মুক্তি পেত তাহলে সেটা দুটো ছবির জন্যই ভালো হতো।
আনিস এই প্রসঙ্গে জানান, 'আমাদের ছবিটা যদি একা মুক্তি পেত তাহলে ব্যবসাটা দ্বিগুণ হতো। এটা ওই ছবির জন্যও প্রযোজ্য। আমি এটা জানি, আমার বিশ্বাস এটা।'
আরও পড়ুন: ডিভোর্সের বছর ঘুরতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন জিতু? কী কী গুণ থাকতে হবে সঙ্গীর?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট এটি। এখানে রুহ বাবার চরিত্রে কার্তিক আরিয়ান আছেন। সঙ্গে বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি আছেন। ভৌতিক কমেডির সঙ্গে একটি বিশেষ সামাজিক বার্তাও দেওয়া হয়েছে এই ছবিটিতে।