এবারের সারেগামাপার অন্যতম নজরকাড়া পারফর্মার হল অনীক। এই খুদে বারংবার তাঁর গান দিয়ে মন কেড়েছেন দর্শকদের, বিচারকদের। এবার মহম্মদ রফির গান শোনাতে বললে কী বলে সে?
সারেগামাপায় অনীক
জি বাংলার তরফে এদিন সারেগামাপার রবিবারের পর্বের একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় ছোট্ট প্রতিযোগী অনীককে জিজ্ঞেস করছেন, 'তুই কি জানিস মহম্মদ রফির কোনও গান?' উত্তরে সে বলে হ্যাঁ জানি। এরপর সে কী কী গান জানে মহম্মদ রফির এটা আবির জিজ্ঞেস করতেই অনীক জানায় সে একটা লিস্ট বানিয়ে এনেছে। একই সঙ্গে বলে, 'আপনারা যেটা যেটা বলবেন আমি সেটা সেটাই শোনাব।'
এরপর সেই লিস্ট থেকে আবির চট্টোপাধ্যায় এক এক করে কিছু গানের নাম পড়েন এবং বলেন, 'তোমরা সবাই খুব লোভী হয়ে গেছ। খালি গান শুনতে চাইছ। তাই কিছু নাম পড়ব।' এরপর তিনি লিখে জো খত তুঝে, আনে সে উসকে আয়ে বাহার, ইয়ে রেশমি জুলফে, বাহারো ফুল বরশে, ইত্যাদি গানের নাম করেন। আর সব গানের নাম শুনেই বিচারকরা বলতে থাকেন যে তাঁরা সেই সব গান শুনতে চান। আর তাঁদের দাবি মেনে ছোট্ট অনীকও সত্যিই সেই সব গান গেয়ে শোনায়।
আরও পড়ুন: 'না অনুমতি আছে, না অধিকার', কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলতেই কঙ্গনার মতের বিরোধিতা বিজেপির
আরও পড়ুন: 'ছেলেদের এবার শেখাতে হবে...' আরজি কর কাণ্ডে অবশেষে পথে নেমেই পুরুষদের জন্য বিশেষ বার্তা দেবের
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।