বাংলা নিউজ > বায়োস্কোপ > আসল না নকল? প্রথম উপস্থিতিতেই সত্যজিৎ স্মৃতি উস্কে দিল অনীক দত্তের ‘অপরাজিত’

আসল না নকল? প্রথম উপস্থিতিতেই সত্যজিৎ স্মৃতি উস্কে দিল অনীক দত্তের ‘অপরাজিত’

'অপরাজিত' জিতু কমল।

অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’-র মুখ্য অভিনেতা জিতু কমলের ফার্স্ট লুক সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সত্যজিত রায়ের চরিত্রে অভিনেতা জিতু কমল-এর লুক দেখে নড়েচড়ে বসেছে টলিপাড়াও।

অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’-র মুখ্য অভিনেতা জিতু কামালের ফার্স্ট লুক সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। নড়েচড়ে বসেছে টলিপাড়াও। সত্যজিত রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’ তৈরির নানান অজানা কাহিনি উঠে আসবে এই ছবিতে। বলাই বাহুল্য, সত্যজিতের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জিতু কমলকে এবং বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার ভূমিকায় থাকবেন সায়নী ঘোষ। যদিও এই ছবিতে জিতু কামাল অভিনীত চরিত্রের নাম অপরাজিত রায়। সত্যজিতের তৈরি 'অপু ট্রিলজি'-র দ্বিতীয় ছবি 'অপরাজিত'-র সঙ্গে ফিরদৌসুল হাসান-এর প্রযোজনায় এই  ছবির নাম সমনামী হলেও বিষয় যে সম্পূর্ণ আলাদা সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর এই ছবিতে অপরাজিত জীবনের সেই 'প্রথম ছবি'-র নাম হতে চলেছে 'পথের পদাবলী'।

সাদা কালো ওই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হওয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম ঝলকেই মনে হতে বাধ্য এ যেন খোদ যুবক সত্যজিত। সেই অতিপরিচিত ব্যাকব্রাশ কায়দায় আঁচড়ানো চুল, ভাঙা লম্বাটে চোয়াল, চিন্তামিশ্রিত দৃষ্টির পাশাপাশি নজর এড়ায়নি থুতনির একপাশে উঁকি মারা আঁচিলও। বলাই বাহুল্য সিনেমাপ্রেমী মানুষ থেকে শুরু করে চুলচেরা বিশ্লেষণী সত্যজিৎ-ভক্তরা পর্যন্ত জিতুর এই লুক দেখে বেশ খুশি। অবাকও যে হয়েছেন তা বলাই বাহুল্য। এ প্রসঙ্গে স্বয়ং জিতু কমল জানিয়েছেন কাছের বন্ধুকে নিজের এই ছবি প্রথম দেখাতে কিছুতেই সে বিশ্বাস করেননি ছবির মানুষটি আমি। 'সে ধরেই নিয়েছিল এ ছবি সত্যজিতের। শেষমেশ হাত থেকে ফোন কেড়ে নিয়ে ভালো করে দেখে তবে বিশ্বাস করেছিল!' হাসতে হাসতে জানিয়েছেন জিতু। তবে এই লুকের সমস্ত কৃতিত্ব পরিচালক অনীক দত্ত এবং মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে দিয়েছেন জিতু। তবে পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য নিজেকে যে সম্পূর্ণ ঢেলে দিয়েছেন তিনি সেকথা স্বীকার করলেন জিতু নিজেও। নিয়মিত সত্যজিতের ইন্টারভিউ দেখছেন, তাঁর কথা বলার ধরন খেয়াল করছেন, পড়াশোনা করেছেন সত্যজিৎ সম্পর্কে। তা সত্বেও অভিনেতার কথায়, 'আমি এখনও মাঝসমুদ্রে!'

'অপরাজিত' জিতু কমল।
'অপরাজিত' জিতু কমল।

অপরাজিত' প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক অনীক দত্ত জানিয়েছেন এ ছবি এককথায় ভীষণ 'ইনস্পিরেশনাল' হতে চলেছে। কীভাবে শুধুমাত্র প্রতিভা এবং জেদ-কে পুঁজি করে একজন মানুষ নিজের স্বপ্নকে ছুতে পারে তাই নিয়েই এই ছবি। সঙ্গে আরও জানালেন জিতুর মেক আপের ক্ষেত্রে সামান্য প্রস্থেটিক্সের সাহায্য নিয়ে মেকআপ সোমনাথ কুণ্ডু যা কাণ্ড করেছেন তা এককথায় অভূতপূর্ব। শুধুমাত্র গালে ও থুতনিতে প্রস্থেটিক্সের সাহায্য নেওয়া হয়েছে। 

তবে সত্যজিতের ম্যানারিজ়ম, ভাবভঙ্গি ফুটিয়ে তোলার ক্ষেত্রে পুরো কৃতিত্বটাই জিতুকে দিয়েছেন তিনি। সত্যজিৎ যেভাবে সিগারেট ধরতেন, তাতে টান দিতেন সবকিছুই পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছে ও। তাছাড়া নিজেও বিস্তর খোঁজখবর করেছে, পড়াশোনা করেছে এই ব্যাপারে। সেইসবও নিশ্চয়ই খুব সাহায্য করেছে ওঁকে'। বক্তব্য শেষে এই জনপ্রিয় পরিচালকের সংযোজন, 'ও যেহেতু মূলত সিরিয়ালের, তাই বড়পর্দায় দর্শক ওঁকে নতুনভাবে দেখবে। এটা খানিকটা বাড়তি সুবিধে তো বটেই!'

ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বোলপুরের আশপাশে। জানা গেছে, এর পরের শিডিউল শুরু হবে ১৯ নভেম্বর থেকে। নন্দন, শিশির মঞ্চ ও বেশ কিছু সিকোয়েন্সের শ্যুটিং সারা হবে। এছাড়াও সেই আউটডোর-এর তালিকায় রয়েছে কলকাতার বেশ কয়েকটি জায়গা।

বায়োস্কোপ খবর

Latest News

কমলা টুপির দৌড়ে কোহলির পরেই রুতুরাজ, বেগুনি টুপির রেসে পাঁচের মধ্যে মুস্তাফিজুর কবে ভারতে বাকি S-400 মিসাইল সিস্টেমগুলি পাঠাবে রাশিয়া? সামনে এল নয়া তথ্য LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে বিয়েতে পাননি সুখ! ‘পালিয়ে বিয়ে করায় মায়ের মন ভেঙেছিলাম’, স্বীকার করে নিলেন জিনাত 'ওরা নিজেদের ভাবে…', ভারত নিয়ে নাক গলানোর জেরে পশ্চিমী মিডিয়াকে তোপ জয়শঙ্করের ২০১৬ প্যানেল বাতিলে স্কুলগুলিতে কতটা শূন্যতা তৈরি হবে? সামনে বিস্ফোরক পরিসংখ্যান ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল 'যোগ্যদের' কী হবে? চাকরিহারাদের সঙ্গে বৈঠক মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির ‘আগে সবাই এই হাসিটা পছন্দ করত, এখন পাগল বলে’! মিম বানানো নিয়ে বক্তব্য রচনার সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল

Latest IPL News

LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.