বাংলা নিউজ > বায়োস্কোপ > Anik Dutta health update: 'আমি এখন সুস্থ', হাসপাতাল থেকে ফিরে বার্তা অনীক দত্তের

Anik Dutta health update: 'আমি এখন সুস্থ', হাসপাতাল থেকে ফিরে বার্তা অনীক দত্তের

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে কী জানালেন অনীক দত্ত?

Anik Dutta health update: প্রবল শ্বাসকষ্ট নিয়ে ১০ জানুয়ারি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অনীক দত্ত। ১৬ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পরিচালক। বাড়ি এসে কী জানালেন?

কিছুদিন আগে প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনীক দত্ত। এই বাঙালি পরিচালক দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছেন। আর সেই কারণেই কিছুদিন আগে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তবে সমস্ত জটিলতা কাটিয়ে তিনি বাড়ি ফিরে এসেছেন সুস্থ অবস্থায় সোমবার, ১৬ জানুয়ারি তিনি বাড়ি ফেরেন হাসপাতাল থেকে।

টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভূতের ভবিষৎ খ্যাত পরিচালক জানান তিনি বাড়ি আছেন, এবং সুস্থ আছেন। তিনি কিছু দিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১০ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা বাড়াবাড়ি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। চলছিল অক্সিজেন। হ্যাঁ, শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে অক্সিজেন দিতে হয়। প্রয়োজনে করা হয় অ্যাঞ্জিওগ্রাম। তবে আশার কথা এই যে সঠিক চিকিৎসায় সাড়া দিয়ে কিছুদিনের মধ্যেই সমস্যাকে নিয়ন্ত্রণ করে সুস্থ হয়ে ওঠেন অনীক।

এ কথা সকলেই জানেন যে চিকিৎসা বিজ্ঞানের মতে সিওপিডির রোগীরা শীতকাল এলে একটু বেশিই ভোগেন। এই সময় তাঁদের শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই বেড়ে যায়। তবে আর কোনও চিন্তার বিষয় নেই। অনীক দত্ত এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

তিনি সাক্ষাৎকারে জানান, 'আমি সুস্থ বলেই হাসপাতাল থেকে আমাকে বাড়িতে ছেড়ে দিয়েছে।'

পরিচালকের অসুস্থতার কথা প্রকাশ্যে আসতে তাঁর অনুরাগী থেকে সহকর্মীরা সকলেই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। ভক্তদের পাশাপাশি টলিউডের অনেকেই তাঁর আরোগ্য কামনা করেন। কেউ কেউ হাসপাতালেও দেখতে যান তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। সোমবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর সামনে আসতে সকলেই নিশ্চিন্ত হয়েছেন।

বন্ধ করুন