বাংলা নিউজ > বায়োস্কোপ > অনীকের ‘অপরাজিত’ ছবিতে ‘অপু’ হচ্ছেন আবির, অনুপ্রেরণায় সত্যজিৎ রায়

অনীকের ‘অপরাজিত’ ছবিতে ‘অপু’ হচ্ছেন আবির, অনুপ্রেরণায় সত্যজিৎ রায়

এবার আবিরকে দেখা যাবে অপুর ভূমিকায় 

এই ছবি সত্যজিৎ রায়ের বায়োপিক নয়, সাফ বক্তব্য অনীক দত্তের। 

অপরাজিত আর অপু এই দুটি শব্দ উচ্চারণ করলেই বাঙালির মনে যে ছবি বা নাম ভেসে উঠে তা সত্যজিৎ রায়ের। এবার অনীক দত্ত তৈরি করছেন ‘অপরাজিত’ আর সেই ছবিতে ‘অপু’ হচ্ছেন আবির চট্টোপাধ্যায়। নাম শুনলে আপনি ভাবইতেই পারেন সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক তৈরি করছেন ‘ভূতের ভবিষ্যত’ পরিচালক। তবে না, সে পথে হাঁঁটেননি অনীক দত্ত। তবে হ্যাঁ, ‘পথের পাঁচালী’ তৈরির গল্পই এ ছবির অনুপ্রেরণা বা বলা ভালো সত্যজিৎ রায়ের লড়াইয়ের গল্প এই ছবির অনুপ্রেরণা। 

অপরাজিত'র প্রেস বিবৃতিতে সাফ লেখা রয়েছে- 'এই ছবির সব চরিত্র কাল্পনিক হলেও যদি বাস্তব কোন চরিত্র বা ঘটনার সাথে মিল থাকে, তা মোটেও কাকতালীয় নয়। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত'। ২-রা মে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী, আর তার ঠিক আগে বিশ্ববরেণ্য পরিচালককে শ্রদ্ধার্ঘ জানালেন তাঁর অনুজ। 

অনীক দত্তের কথায়, 'অপরাজিত সত্যজিতের বায়োপিক নয়। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাজ্ঞাপনের প্রচেষ্টা মাত্র। তাই ছবির নাম ‘অপরাজিত’। আবিরের চরিত্রের নাম অপারাজিত রায়। সব কিছু ঠিকঠাক থাকলে এ মুহূর্তে আমরা শ্যুটিং করতাম, কিন্তু যে কঠিন পরিস্থিতি দিয়ে আমরা চলেছি, তার মধ্যে শ্যুটিং করা সম্ভব নয়।’

কী থাকছে এই ছবির গল্পে?  ১৯৫৫ সালের প্রেক্ষাপট। অপুর ইচ্ছা সে অন্যধারার ছবি তৈরি করবে। অবশেষে অপু ও তাঁর সাঙ্গপাঙ্গরা মিলে তৈরি করল ‘পথের পদাবলী’। সব বাধা-বিপত্তি পেরিয়ে বিশ্বের দরবারে সম্মানিত হল সেই ছবি। ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। সেই অখ্যান ধরা পড়বে ‘অপরাজিত’ ছবিতে। 

ছবিতে বিজয়া রায়ের চরিত্রটিও থাকছে, অভিনেত্রীর খোঁজ চলছে। অপু-দুর্গার খোঁজও শুরু করেছেন পরিচালক। 

জানা গিয়েছে এই ছবি তৈরির আগে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের সঙ্গেও কথা বলেছেন অনীক দত্ত, তিনি সম্মতি দিয়েছেন তবে এই ছবির সঙ্গে কোনওভাবে যুক্ত থাকছেন না। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। করোনা পরিস্থিতি একটু ঠিকঠাক হলেই ফ্লোরে যাবে এই ছবি। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী বছর সত্যজিত রায়ের জন্মবার্ষিকীতে মুক্তি পাবে 'অপরাজিত'।

বায়োস্কোপ খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.