রবিবার ২ জুন থেকে শুরু হচ্ছে সারেগামাপা-র নতুন সিজন। বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি শো নিয়ে রীতিমতো উন্মাদনা দর্শকদের মধ্যে। প্রিমিয়ার এপিসোডেই বিশেষ অতিথি হিসেবে থাকছেন টলিউডের ‘অযোগ্য’ জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত।
এপিসোডের একটা ছোট্ট ঝলক শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে জি বাংলার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। আর তাতে শোনা গেল পূর্ব মেদিনীপুরোর কোলাঘাটের অনীক জানার গান। বছর সাতেকের ছেলেটি গাইল প্রথমদিনে বিখ্যাত বাংলা গান, ‘এ কী হল, কেন হল…’। খুদের সুরে মোহিত বিচারকরা। প্রসেনজিৎ তো ভালোবেসে বলেই ফেললেন, ‘জুনিয়র কিশোর কুমার…’
আরও পড়ুন: ‘এর চেয়ে ভালো সুযোগ…’! দুটো প্রেম টেকেনি, টলিউড ছেড়ে বলিউডে দেবচন্দ্রিমা
প্রথমে অনেকেই ভেবেছিলেন এবার সারেগামাপা-র সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। তবে পরে দেখা যায়, তিনি শুধুই সারেগামাপা লেজেন্ডস এর সঞ্চালনা করবেন। সারেগামাপা-র দায়িত্বে আবির চট্টোপাধ্যায়। এবার সারেগামাপা-তে বিচারকের আসনে থাকছেন কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, শান্তনু মৈত্র, জোজো, অন্তরা মৈত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব, ইমনরা। আর মহাগুরুর দায়িত্ব পালন করবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। এবারের সারেগামাপা-র ট্যাগলাইন হচ্ছে ‘ভালো গান, যোগ্য সম্মান’।
এবারে আর মেন্টরের দায়িত্বে কেউ থাকছেন না। বদলে যাচ্ছে এই গানের রিয়েলিটি শো-র ফরম্যাট। বর্তমান সিজনে দুই জন বিচারককে নিয়ে হবে একটা টিম! অর্থাৎ আট জন বিচারককে নিয়ে তৈরি চারটি দল। এবং প্রতিযোগিদের ভাগ করা হবে এই চারটি টিমে।
আরও পড়ুন: গদর ২-র সাফল্যে এ কী হাল সানি দেওলের! প্রযোজকের থেকে টাকা নিয়েও করছেন না সিনেমা
তবে বরাবরের মতো এবারেও সারেগামাপা শুরু হতে না হতেই বিতর্ক শুরু। জি বাংলার শেয়ার করা প্রোমোতে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘সেই একই। রাঘবেরা আছে। আবার রাজনীতি হবে। শেষে যে জেতার নয়, সেই জিতবে। হয় গুরুজির কোনও শিষ্য নয় ইমনের কোনও চামচা। লাভ কি এমন শো করার।’ দ্বিতীয়জন লেখেন, ‘এবার অন্তত যোগ্যরা সম্মান পাক।’
আরও পড়ুন: বিছানায় খালি গায়ে রুবেল, জড়িয়ে শ্বেতা! ঘনিষ্ঠ মুহূর্তেকে ‘শো অফ’ বলে কটাক্ষ
গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে। তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবো। এর আগের সিজন জেতেন অর্কদীপ মিশ্র। সারেগামাপা-র একদম প্রথম সিজনের বিজেতা ছিলেন অনীক ধর।