সম্প্রতি প্রাক্তন সাংবাদিক তথা পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় চিকিৎসকদের বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্ন তোলেন বেসরকারি কলেজে ডাক্তারি পড়া চিকিৎসকদের মেধা নিয়ে। সেই নিয়ে বিতর্কের রেশ ফিকে হওয়ার আগে আন্দোলনরত ৩ জন জুনিয়র ডাক্তারদের নামে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অনিকেত চট্টোপাধ্যায়। প্রশ্ন তুললেন, তাঁরাও কি ষড়যন্ত্রের মধ্যে জড়িত আছেন কিনা?
আরও পড়ুন: 'হঠাৎ বোধোদয়' হয়ে স্বরূপকে প্রশ্ন, কটাক্ষের মুখে অপর্ণার প্রযোজনা না করার সাফাই
কী লিখলেন অনিকেত চট্টোপাধ্যায়?
অনিকেত চট্টোপাধ্যায় এদিন দুটো স্ক্রিনশট পোস্ট করেন। সেই স্ক্রিনশটের সঙ্গে তিনি আন্দোলনরত ৩ জুনিয়র চিকিৎসক রিয়া বেরা, তিতাস পাল এবং রমা বেরার নাম করে ষড়যন্ত্রে জড়িত থাকার ইঙ্গিত দেন। এই বিষয়ে তিনি লেখেন, 'R G Kar জুনিয়র ডক্টরসদের কমিটির তিনজন সদস্য ছিলেন পোস্টমর্টেমে ডঃ রিয়া বেরা, ডঃ তিতাস পাল, ডঃ রমা বেরা। তিনজনেই সই করে জানিয়েছিলেন পোস্টমর্টেমের সময় তাঁরা হাজির ছিলেন এবং তা যথাযথভাবে হয়েছে। এখন চারধারে লেখা হচ্ছে বলা হচ্ছে পোস্টমর্টেম করাই হয়নি, সেখানেই সব চেপে দেওয়া হয়েছে। এই তিনজন ডাক্তার যাঁরা আবার আন্দোলনের মুখ তাঁরা চুপ করে বসে আছেন কেন? তাঁরাও কি আছেন এই ষড়যন্ত্রে? জবাব চাইছি।'
অনিকেত এই পোস্ট করার পর অনেকে যেমন তাঁর সপক্ষে কথা বলেছেন, অনেকেই আবার বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না কেন?' আরেকজন লেখেন, 'না, জোর করে লেখানো হয়েছে সেটাও বলুন, কারা লিখিয়েছে সেটাও বলুন। যদি উত্তর না দেন তাহলে বুঝতে হবে আপনারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।' তৃতীয় জন লেখেন, 'জুনিয়র ডাক্তারদের মধ্যে কে কে সেদিনই বডি পুড়িয়ে দেবার দাবিপত্রে স্বাক্ষর করেছিলেন, সেই নামগুলো জানা সবচেয়ে বেশি করে দরকার। সেগুলো জানান প্লিজ। তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত হওয়া প্রয়োজন।' চতুর্থ জন লেখেন, 'ষড়যন্ত্র যখন নেই তখন তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ কেন করা হল? শাসকের দুর্নীতি পরিষ্কার করতে নেমে নিজেকে আর কত নীচে নামাবেন?'
আর কী লিখেছেন অনিকেত?
অনিকেত সম্প্রতি বেসরকারি কলেজে ডাক্তারি পড়া চিকিৎসকদের মেধা নিয়ে পোস্ট করেন। সেই পোস্টের কড়া জবাব দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। বাদ যাননি আরেক আন্দোলনরত চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ।