মেয়েদের যৌনসুখ নিয়ে আদৌও ধারণা রয়েছে ছেলেদের? যৌন মিলনে বেশিরভাগ মেয়ের অর্গ্যাজম হয় না। কিন্তু প্রকাশ্যে সেক্স, অর্গ্যাজম- এইসব নিয়ে কথা বলা আজও ভারতীয় সমাজব্যবস্থায় ট্যাবু। অথচ সেই বিষয়কে নিয়েই আস্ত একটা ছবি বানিয়ে ফেলছেন প্রযোজক রিয়া কাপুর এবং একতা কাপুর। ছবির নাম ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। তাতে চিন্তায় ঘুম উড়েছে অনিল কাপুরের। মেয়েরা এমন একটা বিষয় নিয়ে ছবি বানালো? সেই বিষয় উচ্চারণ করতে গিয়েই কিন্তু বোধ হচ্ছে অনিল কাপুরের।
হ্যাঁ, ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর প্রচারে এবার হাত মেলালেন প্রযোজক রিয়া কাপুর ও একতা কাপুরের বাবা। মেয়েদের নিয়ে সাহসী ছবি বানিয়েছে তাঁদের মেয়েরা, এটা গর্বের বিষয়! বুক ফুলিয়ে বললেন জিতেন্দ্র। আশ্বস্ত করলেন অনিল কাপুরকে। ভিডিয়োয় দেখা গেল, অর্গ্যাজমের মতো বোল্ড বিষয় নিয়ে ছবি দর্শক কতটা সাবলীলভাবে গ্রহণ করবে তা নিয়ে সন্দিহান অনিল। বিশেষত এই ছবির নেপথ্যের কারিগর যেখানে মেয়েরা, আর ছবির কেন্দ্রেও রয়েছে প্রমিলা ব্রিগেড। ছেলেদের যৌনতা নিয়ে ছবি তৈরি হলে হয়ত সব ছেলেরা থিয়েটারে ভিড় জমাতো। অনিলের আশঙ্কায় রাশ টেনে জিতেন্দ্র বলেন, ‘মেয়েদের নিয়ে যখন মেয়েরা ছবি বানিয়েছে, তাহলে মেয়েরা দলে দলে যাবে এই ছবি দেখতে’। পাশাপাশি ‘অর্গ্যাজম’ নিয়ে ছুৎমার্গ ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেন বর্ষীয়ান তারকা। জিতেন্দ্রর কথায়, ‘গোটা দেশের জনসংখ্যা এমনি এমনি ১৪০ কোটিতে পৌঁছায়নি। সবসময়ই সবাই লেগে আছে’। এরপরই চিন্তা ঝেড়ে ফেলে মত পাল্টান অনিল। তিনি জানান, টরেন্টো ফিল্ম ফেস্টিভালে কত প্রশংসা কুড়িয়েছে এই ছবি।
আসলে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ শুধু অর্গ্যাজম নিয়ে ছবি নয়, নারীত্বের সেলিব্রেশন। জোর গলায় জানান দুই গর্বিত বাবা। এই ভিডিয়োয় ভালোবাসা উজার করেছিলেন একতা, ভূমি, ডলিরা। ভূমির কথায়, ‘এটা সেরা, আমি উচ্ছ্বসিত’। একতা লেখেন, ‘তোমাদের মতো সমর্থনকারী বাবারাই তো মেয়েদের উড়ার জন্য খোলা আকাশ দিয়েছে’।
এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন ভূমি পেদনেকর। ৩০-এর গণ্ডি পার করেও অর্গ্যাজম হচ্ছে না কণিকার (ভূমি পেদনেকর)। একাধিক পুরুষের সঙ্গে সঙ্গম করেও মেলেনি সুখ, অথচ বয়স পেরিয়ে যাচ্ছে বলে পরিবারের তরফে আসছে বিয়ের চাপ। শেষে চরম যৌনসুখ মিললেও ভূমি বুঝে উঠতে পারেন না, গতরাতে তার সঙ্গী আসলে ছিল কে? ব্যাস, ব্যাক টু স্কোয়ার ওয়ান! কীভাবে সে খুঁজ পাবে সেই পুরুষকে যে জীবনে প্রথমবার তাঁকে চরম সুখ দিয়েছে? সেই নিয়েই এগোবে গল্প।
ছবি পরিচালনায় অনিল কাপুরের ছোট জামাই,করণ বোলানি। ছবিতে ভূমি পেদনেকর ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা, শিবাণী বেদি, প্রদ্যুম্ন সিং মাল, করণ কুন্দ্রারা। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। আগামি ৬ই অক্টোবর মুক্তি পাবে অর্গ্যাজম নিয়ে তৈরি এই ছবি।