বাংলা নিউজ > বায়োস্কোপ > যৌবন ধরে রাখার জন্য সাপের রক্ত পান করেন অনিল! ট্রোলিংয়ের জবাবে কী বললেন তারকা?

যৌবন ধরে রাখার জন্য সাপের রক্ত পান করেন অনিল! ট্রোলিংয়ের জবাবে কী বললেন তারকা?

ট্রোলিংয়ের জবাব দিলেন অনিল। (ছবি সৌজন্যে - ফেসবুক)

বয়সের কোঠা ষাট পেরিয়ে গেলেও তা একটুও বোঝার উপায় নেই অনিল কাপুরকে দেখে। এবার এই বর্ষীয়ান বলি-তারকাকেই নিজের লুকসের জন্য পড়তে হল কুরুচিকর ট্রোলিংয়ের মুখে। যদিও তার পাল্টা জবাবও দিয়েছেন 'মিঃ ইন্ডিয়া'।

বয়সের কোঠা ষাট পেরিয়ে গেলেও তা একটুও বোঝার উপায় নেই। এক মাথা ঝকঝকে কালো চুল, টানটান চামড়ার সঙ্গে মুখে দু'এক ভাঁজ বলিরেখা। ব্যাস,এতটুকুই।এখনও ঈর্ষণীয় অনিল কাপুরের  ফিটনেস। পাশাপাশি তাঁর হুল্লোড়ে মেজাজের কথাও ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত। বলি-পার্টির আসর হোক কিংবা কোনও বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ, গানের সুরে অনিলের পা মেলানোর ছন্দ দেখে বুঁদ হন না এমন দর্শক বিরল। তা এই বর্ষীয়ান বলি-তারকাকেই নিজের লুকসের জন্য পড়তে হল কুরুচিকর ট্রোলিংয়ের মুখে। যদিও তার পাল্টা জবাবও দিয়েছেন 'মিঃ ইন্ডিয়া'।

বয়সের কোঠা ষাট পেরিয়ে গেলেও তা একটুও বোঝার উপায় নেই। এক মাথা ঝকঝকে কালো চুল, টানটান চামড়ার সঙ্গে মুখে দু'এক ভাঁজ বলিরেখা। ব্যাস,এতটুকুই।এখনও ঈর্ষণীয় অনিল কাপুরের  ফিটনেস। পাশাপাশি তাঁর হুল্লোড়ে মেজাজের কথাও ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত। বলি-পার্টির আসর হোক কিংবা কোনও বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ, গানের সুরে অনিলের পা মেলানোর ছন্দ দেখে বুঁদ হন না এমন দর্শক বিরল। তা এই বর্ষীয়ান বলি-তারকাকেই নিজের লুকসের জন্য পড়তে হল কুরুচিকর ট্রোলিংয়ের মুখে। যদিও তার পাল্টা জবাবও দিয়েছেন 'মিঃ ইন্ডিয়া'।

|#+|

আরবাজ খানের টক শো 'পিঞ্চ' এর দ্বিতীয় সিজনে হাজির হয়েছিলেন অনিল কাপুর। এই শো-এ অতিথিদের সামনে সোশ্যাল মিডিয়াতে তাঁদের নিয়ে হওয়া চর্চা কিংবা কটূক্তি সম্পর্কে সোজাসাপটা উত্তর জানতে চান আরবাজ। শো চলাকালীনই অনিলের উদ্দেশে নেটমাধ্যমে করা বেশ কিছু ফ্যানের বক্তব্য তুলে ধরেন আরবাজ। সেখানে দেখা যায় তারকার লুক নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে ট্রোল করেছেন ওই ব্যক্তিরা। একজন লিখেছেন ষাটোর্ধ্ব হয়েও অনিলের এই ফ্রেশ লুকের রহস্য আর কিছুই নয়, তিনি নিজের সঙ্গে প্লাস্টিক সার্জন নিয়ে ঘোরেন। অর্থটা ভীষণ পরিষ্কার। নিজের চামড়া টানটান রাখার জন্য, বয়স লুকোনোর জন্য ছুরি কাঁচির সাহায্য নিয়েছেন বলি-তারকা। অন্য আরও এক ট্রোলার তো বলেই বসেন, 'আমার মনে হয় যৌবন ধরে রাখতে সাপের রক্ত পান করেন অনিল!'

প্রথমে অনিল ভেবেছিলেন আরবাজ মজা করছেন। শোয়ের তরফে নিশ্চয়ই টাকাপয়সা দিয়ে বলেন হয়েছে এইসব। কিন্তু আরবাজ স্পষ্ট ভাষায় জানান ব্যাপারটা একেবারেই তা নয়। এরপর জানতে পেরে প্রথমেই একচোট মন খুলে হেসে নেন অনিল। বিশেষ করে 'প্লাস্টিক সার্জন' এর করা কমেন্টে। এরপর মুখ খোলেন। শান্তভাবে, ধীর স্বরে জানান যে যেভাবে জীবন কাটানোর সুযোগ পেয়েছে তাতে তিনি অত্যন্ত ভাগ্যবান। মানুষ যেভাবে তাঁর জীবন কাটায়, সে ছাপ তাঁর চেহারায় পড়ে। অনিলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বক্তব্য শেষে অবশ্য তাঁর সংযোজন, 'একটা গোটা দিন মানে ২৪ ঘন্টা সময়। যদি তার মধ্যেও অন্তত ১ ঘন্টা কেউ তাঁর নিজের যত্ন নেওয়ার পিছনে সময় খরোচনা করে তবে এতটা সময় পেয়ে লাভ কী হল!' অর্থাৎ তিনি যে নিজের যত্ন আত্তির পিছনে সময় দেন, তা এই কথা থেকেই স্পষ্ট বুঝিয়ে দিলেন 'মিঃ ইন্ডিয়া'।

 

বায়োস্কোপ খবর

Latest News

আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.