বলিউডের নামি পরিবারের দুই কন্যে তাঁরা। দুই বোনই সিনেমার দুনিয়াতে নাম লিখিয়েছেন। একজন অভিনেত্রী, অন্য জন প্রযোজক। কালো জামা পরা মেয়েটি করেন অভিনয়, পেয়েছেন জাতীয় পুরস্কার। তিনিই ছোট। বড় বোন, অর্থাৎ কমলা জামার মেয়েটি প্রযোজক। তাঁদের একটি ছোট ভাইও রয়েছে, যে ইতিমধ্যেই বলিউডে পা রাখলেও, সেভাবে খ্যাতি পায়নি।
ছেলেমেয়েগুলির বাবাও বলিউডের কিংবদন্তি নায়ক। বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা। এখনও উঠতি নায়কদের টক্কর দিয়ে যেতে পারেন। নিজের বিবাহবার্ষীকিতে স্ত্রী ও পরিবারের ছবি শেয়ার করেন তিনি। আর সেখান থেকেই উঠে এল তাঁর ৩ সন্তানের ছোটবেলার ছবি।
আরও পড়ুন: নন্দিনীর ভাতের হোটেলের স্পেশাল থালি, দাম ১০০ টাকা, পাবেন আনলিমিটেড খাবার, কী কী থাকছে
এবার নামগুলো না হয় খোলসা করা যাক। যেই নায়কের বিবাহবার্ষিকী, তিনি হলেন অনিল কাপুর। স্ত্রী সুনীতাকে বিয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি ছবিগুলি আপলোড করেন। আর সেই অ্যালবামেই দেখা মিলল, সোনম-রিয়া আর হর্ষবর্ধন কাপুরের।
আরও পড়ুন: চরিত্র নিয়ে ট্রোল, কড়া জবাব এল ইমনের থেকে, ‘…তোমার মত ভদ্র কিম্বা অসভ্য’
ছবিগুলি শেয়ার করে অনিল লিখলেন, ‘আজ থেকে চল্লিশ বছর আগে, আমি আমার জীবনের ভালবাসা, আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি, সুনীতা। আমাদের যাত্রা শুরু হয়েছিল ১১ বছর আগে, এবং তারপর থেকে প্রতিটি মুহূর্ত মহাকাব্যের চেয়ে কম নয়। প্রথম দিন থেকে আমরা অসংখ্য স্মৃতি তৈরি করেছি, যা আমার হৃদয়কে আনন্দ এবং গর্বে ভরিয়ে দেয়। আমাদের বিয়ে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে, এবং তুমি নিজের শক্তি, করুণা দিয়ে সবসময় আমাকে একজন ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছ।’
আরও পড়ুন: দাম্পত্যে বয়সের পার্থক্য ২৪ বছর, সন্তানদের জন্য ‘নতুন বাবা’ খুঁজছেন সুদীপ-পত্নী পৃথা
‘তোমার সীমাহীন সমর্থন, জ্ঞান এবং সীমাহীন ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ। এই অবিশ্বাস্য মাইলফলকটি যখন আমরা আজ উদযাপন করছি, আমি শেয়ার করে নিতে চাই প্রতিটি মুহুর্ত, যার জন্য আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বিগত ৪০ বছর, এবং আরও অনেক দশকের প্রেম, হাসি এবং একসাথে থাকার কথা। আমি তোমাকে শব্দের চেয়েও বেশি ভালোবাসি, সোনু!’, আরও লেখেন অনিল।
এই দেখুন সেই পোস্ট-
অনিল ও সুনীতার ৩ সন্তান। এরমধ্যে রিয়া কাপুর বর্তমানে কাজ করছেন প্রযোজক হিসেবে। ক্রু, বীরে দি ওয়েডিং, থ্যাঙ্ক ইউ ফর কামিং, খুবসুরত-এর মতো ছবি বানিয়েছেন। সোনম বোনের প্রযোজনার ছবিতে কাজ করার পাশাপাশি, অভিনয় করেছেন প্রেম রতন ধন পায়ো, নীরজা, রঞ্ঝনা ছবিতে। এরমধ্যে নীরজার জন্যই পান জাতীয় পুরস্কার। তবে বহু বছর ধরে সোনমকে দেখা যাচ্ছে না সিনেমাতে। প্রথমে বিয়ে, পরে ছেলে বায়ুর জন্ম, চলছে লম্বা বিরতি।
বাবা ও দিদির মতো হর্ষবর্ধন কাপুর কাজ করছেন ক্যামেরার সামনে। মির্জিয়া, থার, একে ভার্সেস একে-র মতো সিনেমাতে কাজ করলেও, একটিও সাফল্য পায়নি বক্স অফিসে।