বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora's Father: বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, দেখা মিলল না অর্জুনের

Malaika Arora's Father: বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, দেখা মিলল না অর্জুনের

মালাইকার বাবা অনিল মেহতার স্মরণ সভায় আরবাজ, দেখা গেল না অর্জুনকে

মালাইকা অরোরার বাবা অনিল মেহতার স্মরণ সভায় এলেন আরবাজ, দেখা মিলল না অর্জুনের।

দিনটা ছিল ১১ সেপ্টেম্বর বুধবার, বহুতল থেকে ঝাঁপ দেওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় মালাইকা অরোরা বাবার। আচমকা এমন একটা খবর এখনও মেনে নিতে পারছে না অরোরা পরিবার। এরপর শুক্রবার সন্ধ্যায় মালাইকা অরোরার বাবা অনিল মেহতার স্মরণে একটা স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের পাশে দেখা মিলল আরবাজের। এছাড়াও ছিলেন মালাইকার কাছের বন্ধু কারিনা কাপুর, কারিশমা কাপুর সহ বেশ কয়েকজন সেলিব্রিটি। 

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জোর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রার্থনা সভা শেষে বাবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন মালাইকা অরোরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে। অফ-হোয়াইট পোশাক পরে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যান মালাইকা। সেসময় তাঁর সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাদনিস ও অভিনেত্রী অদিতি গোবিত্রিকর। দ্রুত গাড়িতে ওঠার সময় মালাইকা মুখ ছিল মাস্কে ঢাকা। 

এদিন মালাইকার বোন অমৃতা অরোরাকেও তাঁর বাবার বাড়ি থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সদ্য প্রয়াত বাবার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। অমৃতার স্বামী শাকিল লাদাককেও তাঁর ছেলেকে নিয়ে গেট থেকে বের হতে দেখা যায় সময়। সেসময় শাকিলের পরনে ছিল সাদা শার্ট ও কালো ডেনিম। দেখা মেয়ে অরোরা পরিবারের পুরনো জামাই আরবাজ খানেরও।

এদিন অবশ্য দেখা মেলেনি, মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের। প্রসঙ্গত, বুধবার মৃত্যু হয়েছিল মালাইকার বাবার। সেদিন অবশ্য মালাইকার বাড়িতে হাজির ছিলেন অর্জুন। এসেছিলেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান এবং খান পরিবারের সমস্ত সদস্যরা। আসেন আরবাজের বাবা বাবা সেলিম খান ও মা সালমা খান, সৎ মা হেলেন, বোন আলভিরা ও  অর্পিতা এবং ভাই সোহেল খান ও সালমান খানকেও সমবেদনা জানাতে মালাইকার বাড়িতে যেতে দেখা গিয়েছিল।

মালাইকার বাবার শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বাইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে। সেদিন ছেলে আরহান খানকে নিয়ে শ্মশান কেন্দ্রে পৌঁছন মালাইকা। 

প্রসঙ্গত, অনিল মেহতার মৃত্যুর কয়েক ঘণ্টা পর মালাইকা একটিা বিবৃতি জারি করেন। সেখানে লেখেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। তিনি ছিলেন একজন কোমল আত্মা, একজন নিবেদিত দাদু, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু ছিলেন। আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত, এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আপনার বোঝাপড়া, সমর্থন এবং শ্রদ্ধার প্রশংসা করি। কৃতজ্ঞতার সঙ্গে জয়েস, মালাইকা, অমৃতা, শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, এএক্সএল, ডাফি ও বাডি।'

বায়োস্কোপ খবর

Latest News

‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের? ‘দোষীদের ফাঁসি দেওয়া হোক’ জয়নগর কাণ্ডে পথে নেমে দাবি নির্যাতিতার ‘দিদিমণি’র এবার অনশনে সিনিয়ররা, জুনিয়রদের পাশে থাকতে বিরাট সিদ্ধান্ত ডাক্তারদের ‘‌স্বামী–প্রেমিক দু’‌জনের সঙ্গেই থাকতে চাই’‌, গৃহবধূর আবদারে চাপে ভূপতিনগর পুলিশ Kitchen Cleaning Tips: রান্নাঘরের চিমনি কীভাবে পরিষ্কার করবেন? ‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.