‘গদর এক প্রেম কথা’, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সেই সময় তৈরি করেছিল ইতিহাস। এই সিনেমার অন্যতম একটি সেরা দৃশ্য ছিল যখন সানি দেওল হ্যান্ডপাম্প উপড়ে ফেলছেন, এই দৃশ্যটি আজও সমান ভাবে জনপ্রিয়। তবে এই দৃশ্যটি পর্দায় আনতে বেশ ভালই বেগ পেতে হয়েছিল পরিচালককে।
আমিশা পাটেল এবং সানি দেওল অভিনীত ‘গদর এক প্রেম কথা’, একজন পাঞ্জাবি ছেলে এবং মুসলিম মেয়ের ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছিল। এই সিনেমায় পাকিস্তান থেকে স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার গল্প দেখানো হয়েছিল। পাকিস্তানে যখন সানির বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ায় ঠিক তখনই হ্যান্ডপাম্প উপড়ে সানি সকলের দিকে তেড়ে যান। এই দৃশ্যটি রীতিমতো একটি ইউনিক দৃশ্যে পরিণত হয়েছিল।
(আরও পড়ুন: শাহরুখ নয়, দিল সে ছবিতে মরার কথা ছিল মনীষার! শেষ মুহূর্তে কেন বদলায় স্ক্রিপ্ট?)
হ্যান্ডপাম্পের দৃশ্য নিয়ে তৈরি হয়েছিল সমস্যা
হ্যান্ডপাম্প দৃশ্যের কথা স্মরণ করতে গিয়ে পরিচালক বলেন, 'আমি যখন এই দৃশ্যটি সিনেমায় রাখার কথা বলেছিলাম তখন সবাই আমাকে মানা করেছিল। সবাই বলেছিল, এই ব্যাপারটি একেবারে নকল দেখাবে। বাস্তবসম্মত হবে না গোটা দৃশ্যটি। এমনকি শুটিং টানা দু'ঘণ্টা আটকে ছিল এই দৃশ্যটি শুট করার আগে।'
পরিচালক আরও বলেন, 'সিনেমায় হ্যান্ড পাম্পের দৃশ্যটি নিয়ে যখন মতবিরোধ হয়, তখন রীতিমতো আমি রেগে গিয়েছিলাম। আপনি যখন কোনও কিছু স্থির করেন এবং আপনার আশেপাশের সকলে যখন আপনার বিরুদ্ধে চলে যায় তখন নিজেকে সামলে রাখা কঠিন হয়ে যায়। কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে এই দৃশ্যটি সিনেমায় রেখেছিলাম এবং এত বছর পরেও লোকে এই দৃশ্যের কথা যখন বলে তখন ভীষণ আনন্দ হয়।
(আরও পড়ুন: সোহেলের সঙ্গে বিচ্ছেদের ফলে সমস্যায় পড়েছে ছেলে! অকপট সীমা)
হ্যান্ডপাম্পের দৃশ্যের সঙ্গে রামায়ণের তুলনা
ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারত দেখে বড় হয়েছিলেন পরিচালক অনিল শর্মা। তিনি এই হ্যান্ডপাম্প উপড়ে ফেলার দৃশ্যটির সঙ্গে হনুমানজীর লক্ষণের জন্য গোটা পর্বত তুলে আনার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। একজন ট্রাক ড্রাইভারের স্ত্রীর প্রতি ভালোবাসা এবং পাকিস্তানে গিয়ে স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার সঙ্গে পরিচালক রামায়ণে সীতার প্রতি রামের ভালবাসার সঙ্গে মিল পেয়েছিলেন অনেকটাই। ঠিক এই কারণেই তিনি সিনেমায় হ্যান্ডপাম্প উপড়ে ফেলার দৃশ্যটি রাখার জন্য জোর করেছিলেন।