অফ-শোল্ডার ড্রেসে, সেজেগুজে গদর-২-র সাকসেস পার্টিতে হাজির ছিলেন। এদিকে পরিচালক অনিল শর্মার সঙ্গে আমিশার বাক-বিতণ্ডা যেন থামছেই না। গদর-২ তে ‘সাকিনা’র চরিত্রটি যতটা তুলে ধরা হয়েছে, তাতে খুশি নন আমিশা। আর প্রকাশ্যেই পরিচালকের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, সাফ জানিয়েছেন গদর-৩ তে সাকিনার চরিত্রকে গুরুত্ব না দেওয়া হলে তিনি কাজই করবেন না।
আমিশার এই মন্তব্যে বেজায় বিরক্ত হন পরিচালক অনিল শর্মা। প্রকাশ্যেই বলে বলে বলেন, ‘সাকিনা আমার মস্তিষ্কপ্রসূত, আমিশার নয়। আমি আদৌ জানিই না গদর থ্রি হবে কিনা! তাতে উনি (আমিশা) বললে কী যায় আসে! তবে উনি ছবিতে ছিলেন তাঁর জন্য ওঁকে ধন্যবাদ জানাতে চাই'’। এবার অনিল শর্মার এই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন আমিশা প্যাটেল।
আরও পড়ুন-‘আমাদের থেকে লাইমলাইট চুরি করে উৎকর্ষকে দেওয়া হয়’, এবার পর্দার ছেলের বিরুদ্ধে ক্ষোভ আমিশার
আরও পড়ুন-অনিলজির অস্বীকার করলেও আমার কাছে ওঁর চ্যাট, ভিডিয়ো সব প্রমাণই আছে: আমিশা
আমিশার কথায়, ‘গদরের চিত্রনাট্য শক্তিমানজির লেখা, অনিল শর্মার নয়। গদর এক প্রেম কথা ও গদর ২, দুটি ছবির চিত্রনাট্যই শক্তিমানজি লিখেছেন, অনিল শর্মা নন। গদর আমি করেছি শুধু সানি আর Zee স্টুডিওর জন্য। আসলে, মিঃ নিতিন কেনি গদর এক প্রেম কথার প্রযোজক। আর তাই আমি গদর ১ করেছি। জনাব অনিল শর্মার তো সাকিনা চরিত্রটিতে আমার চেয়ে মমতা কুলকার্নিকে বেশি পছন্দ ছিল। আর তারা সিং চরিত্রটিতে সানি নন, অনিল শর্মা চেয়েছিলেন গোবিন্দাকে। তাই ওঁর এবং আমার পছন্দ এক্কেবারেই আলাদা। জি স্টুডিও ও সানি সবসময়ই আমার জন্য গদরে কাজ করার মূল কারণ।'
এখানেই শেষ নয়, সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে অমিল শর্মার সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়েও মুখ খুলেছেন আমিশা প্যাটেল। সাফ জানিয়েছেন কোনওদিনই নাকি পরিচালক অনিল শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। গদর-১ করার সময়ও সম্পর্ক ছিল না, তবুও অনি শর্মা গদর- পরিবারের অংশ। এমনকি পরিচালক অনিল শর্মা তাঁর নিজের ছেলে উৎকর্ষকেই এই ছবির হাত ধরে বেশি সামনে আনতে চাইছেন বলেও অভিযোগ করেন আমিশা প্যাটেল।