বক্স অফিসে ঝড়ের মতো চলছে Animal সিনেমাটি এখনও। দেশের বড় একটা অংশ করছে ছবি নিয়ে সমালোচনা। রণবীর কাপুরের চরিত্রকে নিয়ে চলছে কাঁটাছেড়া। কিন্তু এসবকে টেক্কা দিয়েই বক্স অফিসে ব্যবসা করছে ছবিখানা। পাঠান-এর মতো সিনেমাকেও ফেলে দিয়েছে পিছনে। এক সপ্তাহে ব্যবসা করেছে ৩৩৭ কোটির।
নতুন ট্রেন্ড অনুসরণ করে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কানাড়া, মালয়ালাম ভাষায় দর্শক দেখেছে সিনেমাটিকে। প্রথম সপ্তাহে আয় হওয়া ৩৩৭ কোটির মধ্যে হিন্দিতেই ঘরে এসেছে ৩০০.৮১ কোটি, তেলুগুতে ৩৩.৪৫ কোটি, তামিলে ২.৭৩ কোটি। মালায়ালাম (০.৫২ কোটি) ও কানাড়া (০.০৭ কোটি) ভাষায় দর্শক নেই বললেই চলে।
অ্যানিম্যাল বক্স অফিস
দ্বিতীয় শুক্রবারে অ্যানিম্যাল ঘরে তুলল ২৩.৩৪ কোটি। আর যার ফলে মোট আয় গিয়ে দাঁড়াল ৩৬০.৯২ কোটিতে। আপাতত শনি ও রবির ছুটির দিনে তা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।
২২ ডিসেম্বর অবধি ফাঁকা মাঠে গোল দেবে অ্যানিম্যাল। তবে তারপরই আসবে শাহরুখ খান নিয়ে তাঁর ডাঙ্কি। আবার মুক্তি পাওয়ার কথা সালার-এরও। ফলত ২২ তারিখের আগেই কাঙ্খিত অর্থ ঘরে এনে তুলে ফেলতে হবে অ্যানিম্যালকে।
রণবীরের কেরিয়ারের এতদিন সবচেয়ে বড় হিট ছিল সঞ্জু। ৩৪২ কোটি আয় করেছিল ছবিটি ২০১৮ সালে। আর অ্যানিম্যাল সেই আয় করে ফেলল ১ সপ্তাহেই। রণবীরের কেরিয়ারের দ্বিতীয় বড় হিট ব্রহ্মাস্ত্র। যার সর্বকালীন আয় ছিল ২৫৭.৪৪ কোটি।
Animal পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিতে দেখা মিলেছে রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দনা, তৃপ্তি দিমরি, শক্তি কাপুর, প্রেম চোপড়ারা। ছবির গল্পে দেখানো হয়েছে বিজয় (রণবীরের চরিত্রে) ছোট থেকেই বাবার অবহেলা পেয়ে এসেছে। কাজ নিয়ে ব্যস্ত বলবীর কোনওদিনই সময় দেননি ছেলেকে। যার ফলে ধীরে ধীরে বাবার প্রতি ভালোবাসা পৌঁছয় অবসেশনে। ছোট থেকেই বিজয়ের মধ্যে হিংস্রতা ধরা পড়েছিল। দেখা গিয়েছিল বোনকে স্কুলে উত্যক্ত করা কিছু ছেলেকে শায়েস্তা করতে বিজয় একে ৪৭ নিয়ে চলে এসেছিল স্কুলে।
বাবা বোর্ডিং স্কুলে পাঠালেও শুধরায়নি বিজয়। বরং যত বড় হয়েছে তাঁর মধ্যে থাকা হিংস্র স্বভাব আরও বেশি করে ফুটে উঠেছে। ছবিতে রশ্মিকা আর তৃপ্তির সঙ্গে বেশ কিছু যৌন দৃশ্য রয়েছে রণবীরের। রক্তে মাখামাখি অবস্থায় দেখা গিয়েছে আলিয়ার বরকে। যা দেখে মনে প্রশ্ন আসতে বাধ্য, বিজয় কি আদৌ ‘মানুষ’, নাকি মানুষের বেশে থাকা ‘পশু’?