দেখতে দেখতে কেটে গেল এক বছর। বিতর্ক, বক্স অফিস রেকর্ড, অসাধারণ অভিনয় সবকিছু নিয়েই টানা কয়েক মাস চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল অ্যানিম্যাল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমার বর্ষপূর্তি হল। বর্ষপূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো ক্যামেরার পিছনের কিছু দৃশ্য।
২০২৩ সালের ১ ডিসেম্বর সারা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। সিনেমার নাম কেন অ্যানিম্যাল, সেটি বেশ বোঝা গিয়েছিল সিনেমাটি মুক্তির পর। বাবার প্রতি ছেলের ভালোবাসা যে কতটা ভয়ংকর রূপ ধারণ করতে পারে, তা দেখানো হয়েছিল এই সিনেমায়।
আরও পড়ুন: ‘তুই সত্যি বাপের ব্যাটা…’, ডবল রোলে দেব, যিশুর ধামাকা! অ্য়াকশনে মোড়া খাদানের প্রি-ট্রেলার
আরও পড়ুন: 'দাদাগিরি, গুণ্ডামি এগুলো বেশি পছন্দ করেন…' সলমন খানকে খোঁচা কবিতার! বিবেকের পাশে দাঁড়ালেন অভিনেত্রী
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মান্দানা , ববি দেওল, তৃপ্তি দিমরি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এই সিনেমায় একদিকে যেমন রণবীরের অভিনয় চর্চায় এসেছিল তেমন অন্যদিকে এই সিনেমার হাত ধরে ফের আরও একবার প্রশংসিত হয়েছিলেন ববি দেওল।
বাবার প্রতি ছেলের ভালোবাসার একটি অন্যরকম গল্প দেখানো হয়েছিল এই সিনেমায়। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলি ছিল মনে রাখার মতো। কিছু মানুষ যেমন এই সিনেমার প্রশংসা করেছিলেন তেমন অন্যদিকে, কিছু মানুষ ব্যাপক সমালোচনা করেছিলেন সিনেমার গল্পের। তবে সব মিলিয়ে এই সিনেমাটি বক্স অফিসে করেছিল ১০০০ কোটি টাকার ব্যবসা, যা গত বছর আর কোনও সিনেমা যা করতে পারেনি।
‘অ্যানিমেল’ সিনেমার বর্ষপূর্তি উপলক্ষে সিনেমার অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োয় দেখা যায়, সিনেমার শুটিংয়ের বেশ কিছু অদেখা দৃশ্য। শুধু তাই নয়, সিনেমার ট্রেলার ফের আরও একবার দেখানো হয় এই ভিডিয়োর মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতে না হতেই সকলে আরও একবার নস্টালজিক হয়েছেন। একজন লিখেছেন, একটা মাস্টার পিসের এক বছর পূর্ণ হল। অন্য একজন লিখেছেন, আশা করি পর্দার পেছনের আরও অনেক দৃশ্য এই ভাবেই দেখতে পাবো। তৃতীয় ব্যক্তি লিখেছেন, এটি দেখে আরও একবার এক বছর পিছিয়ে গেলাম।
আরও পড়ুন: অন্তর্বাস খোলা, চুম্বন, ‘তালমার রোমিও-জুলিয়েট’এ মেয়ের অন্তরঙ্গ দৃশ্য দেখে কী বলেন হিয়ার বাবা-মা?
তবে শুধু ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রসঙ্গে নেট দুনিয়ার বাসিন্দারা মন্তব্য করেছেন তা নয়, সন্দীপ পরিচালিত আগামী সিনেমা ‘স্পিরিট’ প্রসঙ্গেও মন্তব্য করেছেন তাঁরা। স্পিরিট সিনেমার আপডেট কবে আসবে তা নিয়েও প্রশ্ন করেছেন অনেকে। বোঝাই যাচ্ছে অ্যানিমেলের ঘোর কাটতে না কাটতেই স্পিরিট ঝড়ে উড়ে যেতে চাইছেন সকলে।