বাংলা নিউজ > বায়োস্কোপ > গাড়ির ব্রেকডাউন তো অনেক হল, স্টিমার ব্রেকডাউনের সঙ্গে পরিচিতি করালেন অনিন্দ্য!

গাড়ির ব্রেকডাউন তো অনেক হল, স্টিমার ব্রেকডাউনের সঙ্গে পরিচিতি করালেন অনিন্দ্য!

সুন্দরবনে গিয়েছিলেন অনিন্দ্য ও যিশু। (ছবি-টুইটার)

গিয়েছিলেন সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিতে। তারপরই ঘটে দুর্ঘটনা!

‘ইয়াস’ বিপর্যস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে সামিল হয়েছেন অনেকেই। পিছিয়ে নেই টলিউডের তারকারাও। তবে ত্রাণ দিতে গিয়ে অভিনেতা অনিন্দ্যর মতো অভিজ্ঞতা হয়তো খুব কম লোকের হয়েছে! অন্তত তিনি তো সেটাই মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই মজার কথা ভাগ করে নিলেন অনিন্দ্য। সঙ্গে আবার দেখা গেল অভিনেতা যিশু সেনগুপ্তকে। 

চলুন গোটা ব্যাপারটায় এবার আলোকপাত করি। বৈকুণ্ঠপুর, সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিতে যাচিছিলেন অভিনেতা। আর সে খবর আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘অনেকেই আমাদের ছোট্ট টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে কটু কথা বলেন। কিন্তু আমার বুক ছাপান্ন ইঞ্চি হয়ে যায় যখন দেখি আমার সিনিয়ররা কীভাবে এগিয়ে আসে বিপদের সময়… গত দু' বছর ধরে কিন্ত আমরাও affected । আমাদেরও স্ট্রাগল আছে। আমাদেরও কাজের অবস্থাও তথৈবচ। যাইহোক এমতাবস্থায় cynical হওয়াটা সহজ, তাতে কোনো ক্ষতি নেই। কিন্ত ব্রাইটসাইডটা বেশি উপাদেয়।’ সে যাই হোক, এবার মজার ঘটনা ঘটে পরদিন। ত্রাণ নিয়ে যাওয়ার পথে খারাপ হয়ে যায় লঞ্চ। সেখান থেকে উদ্ধার পেতে সাহায্যের দরকার পরে তাঁদের। লিখেছেন, ‘মাঝরাস্তায় গাড়ি ব্রেকডাউন অনেকবার হয়েছে। কিন্তু, মাঝ নদীতে স্টিমার ব্রেকডাউন প্রথমবার। এসেছিলাম ত্রাণ দিতে, এখন ত্রাণ লাগবে আমাদের। কি অ্যাডভেঞ্চার মাইরি।’

এর আগে ইয়াস বিপর্যস্ত সুন্দরবনের কুমিরমারিতে পৌঁছে গিয়েছিলেন টলিতারকা পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পিয়া চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। সেখান থেকে ত্রাণবন্টন সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন অনুপম। জানান, ‘ইয়াস কলকাতা শহরে থাবা না বসালেও তছনছ করেছে গ্রামবাংলার উপকূল এলাকা। বিশেষ করে সুন্দরবন। নদীর জল উপচে ভেসে গিয়েছে বহু গ্রাম। তারই একটা কুমিরমারি। আমরা ত্রাণ নিয়ে সকাল থেকেই সেখানেই আছি।’

বন্ধ করুন