জি বাংলায় যেন নতুন সিরিয়ালের মেলা বসেছে! এই সবেই শুরু হয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ, মালা বদল। আসছে অমর সঙ্গীও। আর এরই মাঝে খবর এল এই চ্যানেলের আরও এক নতুন মেগার। জানা গিয়েছে এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে।
আরও পড়ুন: খাতরো কী খিলাড়িতে অসীমের ব্যবহারে মর্মাহত রোহিত, বললেন, 'বয়সে ছোট সহকর্মী অসভ্যতা করলে...'
জি বাংলার নতুন মেগা
এই সময়ের তরফে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে জি বাংলায় আরও একটি নতুন মেগা আসছে। আর এই ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের টানাপোড়েন, কর্মবিরতি, অশান্তির মাঝেই সেই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়ে গেল সোমবার, ২৯ জুলাই। জানা গিয়েছে এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। তিনি গাঁটছড়া ধারাবাহিকের পর আবারও এই সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় আসতে চলেছেন।
অন্যদিকে ত্রিকোণ প্রেমের বাকি দুই কোণে থাকবেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং অরুণিমা হালদারকে। এমনটাই জানা গিয়েছে। অরুণিমাকে এর আগে জি বাংলার আরেক মেগা মন দিতে চাইতে দেখা গিয়েছিল। এবং মৈনাক বন্দ্যোপাধ্যায় ইচ্ছে পুতুল ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে ধরা দিয়েছিলেন।
আরও পড়ুন: ফেডারেশন - পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও
আরও পড়ুন: সতর্কতা ছড়াতে এবার বেঙ্গল পুলিশের হাতিয়ার রূপম ইসলামের গান! কী নিয়ে সাবধানবাণী শোনালেন রকস্টার?
সোমবার, শাসনের একটি বাড়িতে এই আসন্ন ধারাবাহিকের প্রোমো শ্যুটিং হয়। এলাহি আয়োজনের মধ্যে সুসম্পন্ন হয়েছে এই মেগার প্রোমো শ্যুটিং। তবে সিরিয়ালের নাম কী হবে সেটা এখনও জানা যায়নি। জি বাংলার অন্যতম আসন্ন ধারাবাহিক অমর সঙ্গীও কবে থেকে আসবে সেটা এখনও জানা যায়নি। তবে সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই মেগার প্রোমো। নেপথ্যে শোনা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পণ্ডিতের ছবির জনপ্রিয় গান অমর সঙ্গী।