যাঁরা ৮০-৯০ দশকের ছেলে মেয়ে তাঁদের কাছে অন্যতম জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। মানে আমরা ফসিলস, চন্দ্রবিন্দু, পরশপাথর, ইত্যাদির মতো ব্যান্ডের গান শুনেই বড় হয়েছি। আর সেই সময়ের অন্যতম জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান ছিল চন্দ্রবিন্দুর সুইটহার্ট। কিন্তু এই গানের সঙ্গে জড়িয়ে কী স্মৃতি এদিন সেটাই কনসার্টে ভাগ করে নিলেন অনিন্দ্য।
কী ঘটেছে?
ভাইফোঁটা উপলক্ষ্যে তমলুকের ফাইভ স্টার ক্লাবের আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যায় চন্দ্রবিন্দু। সেই শোতেই অনিন্দ্য এবং উপল তাঁদের অন্যতম হিট গান সুইটহার্ট গেয়ে শোনান। একই সঙ্গে বলেন এই গানের সঙ্গে জড়িয়ে থাকা গল্প। অনিন্দ্য গান শুরু আগে বলে ওঠেন, 'আমরা যে সময় কলেজে পড়তাম সেই সময় দুর্গাপুজোয় প্রেম হতো কালীপুজো কেটে যেত। তারপর আবার ভাইফোঁটাও পেয়ে যেতাম। ফলে খুব খুব সাবধানে থাকবে।'
এদিন একই সঙ্গে তিনি বলেন, 'এই গানটা সবাই বলে ল্যাং খেলে গায়। ব্যর্থ প্রেম সেলিব্রেট করব আমরা এখন।' গান গাওয়ার ফাঁকেও তিনি দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, 'আমার মতো কারা পিসতুতো ভাই হয়েছ দেখি একটু। কোনও ব্যাপার না। ভাইফোঁটা তো তোমাদেরই দিন। এটা মিটে গেলেই আবার বুক বেঁধে নেমে পড়।' এদিন তাঁর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন দর্শকরা।
আরও পড়ুন: ৩ দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি আয় কার্তিকের ভুল ভুলাইয়া ৩ এর! এগিয়ে না পিছিয়ে আছে সিংঘম এগেন?
শোতে টাপা টিনি নিয়ে কী বললেন অনিন্দ্য উপল?
এই শোয়ের শেষ পর্যায়ে পৌঁছিয়ে শেষ গান হিসেবে বেলাশুরু ছবি থেকে টাপা টিনি গানটি গেয়ে শোনান অনিন্দ্য এবং উপল। কিন্তু গান গাওয়ার আগে অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান মঞ্চের সামনে যাঁরা নাচ্ছিলেন তাঁদের ৫-৬ জন যেন মঞ্চে উঠে আসেন। উপল তাঁদের নাচের স্টেপ দেখিয়ে দেবে, এবং তাঁর নাচবেন। বন্ধুর কথা শেষ হতে না হতেই উপল সেনগুপ্ত বলে ওঠেন, 'অনেকেই হয়তো জানেন না। এই গানটি খুবই বিখ্যাত হয়েছিল, গানটা অনিন্দ্যর কম্পোজিশন। যদিও সিনেমায় অনিন্দ্যর গলায় গানটি নেই।' এরপরই তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আসলে আমরা বুড়ো হয়ে গিয়েছি। আমাদের গান নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের গাইতে দেওয়া হচ্ছে না।’