‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর সহ-অভিনেত্রী সঞ্জনা মেহরানের কাণ্ড দেখে অবাক নেটিজেনরা। বাংলাদেশের একদল মানুষ ভারত দখলের দাবি তুলেছিলেন। এবার সেই দাবির সূত্র ধরে খানিক রসিকতার সুরেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে প্রেম নিবেদন করলেন অভিনেত্রী।
সমাজ মাধ্যমে পোস্ট করলেন ‘ভারত দখল কি হয়ে গিয়েছে? না, ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটিকে আমার হাতে তুলে দেবেন। অনি শুধু আমার।’ পাশে একাধিক হার্ট ইমোজি। সঙ্গে ‘অনি’ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের ছবি।
আরও পড়ুন: পুষ্পা ২ দেখে মুগ্ধ জিৎ, টলি-তারকাকে পালটা ধন্যবাদ আল্লুর, কী কথা হল
গত কয়েক মাসে ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে নানা উত্তেজনা তৈরি হয়েছে। তবে দু’দেশে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা লড়াইয়ের পরিবর্তে মিলে মিশে থাকাতেই বেশি আনন্দ পান। তেমনই একজন হলেন অভিনেত্রী সঞ্জনা মেহরান। তিনিও পরিস্থিতিকে খানিক হালকা করার উদ্দেশ্যে এই পোস্টের মাধ্যমে অনির্বাণকে প্রেম নিবেদন করেন।
তাঁর এই সাহসী পদক্ষেপ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সমাজ যতই এগিয়ে যাক, এখনও মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে। ফলে, নিজেদের প্রতিষ্ঠিত করতে গেলে সাহসী তো হতেই হবে।’ কিন্তু অনির্বাণকেই কেন প্রেম নিবেদন? অভিনেত্রীর জবাব, ‘ওঁর সব কিছু ভাল লাগে। ওঁর চাহনি, হাসি, দাঁতের পাটি, ঠোঁট, উচ্চতা, কণ্ঠস্বর, উচ্চারণ। কবিতা আবৃত্তি…সব। ওঁকে ঘিরে শরীরী আবেদনের বলয়। কিছুতেই অস্বীকার করা যায় না ‘অনি’কে!’
আরও পড়ুন: 'বাদ মদ-মাংস' ইন্দোর কনসার্টে বজরং দলের নিষেধাজ্ঞা মেনে নিলেন দিলজিৎ
তবে এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে কাজের সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ভবিষতেও যদি সুযোগ না আসে তাহলেও সঞ্জনা আক্ষেপ নেই। তিনি কেবল অভিনেতার হাত ধরে কিছুক্ষণ বসে থাকতে পারলেই খুশি। কিন্তু অনির্বাণ তো বিবাহিত, সেই প্রসঙ্গে অভিনেত্রী সাফ জবাব ‘ওটা কোনও সমস্যাই নয়। আমিও বিবাহিত, তিন ছেলের মা। স্বামীর সামনেই বলি, আমি অনির্বাণকে ভালবাসি। ওঁকে আমার করে পেতে চাই।’
তবে সঞ্জনা মেহরানের সঙ্গে অভিনয় না করলেও বাংলাদেশের আর এক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেতা। সেখানে তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গিয়েছে। জয়াকে চুমু খেতে দেখে কি রাগ হয়েছিল সঞ্জনার? প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘যা করেছেন সবই তো চিত্রনাট্যের খাতিরে, অভিনয় ও সব...!’ সাহসী অভিনেত্রী আরও জানান তিনি যদি অনির্বাণের নায়িকা হতে পারেন তাহলে অবশ্যই চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন।
প্রসঙ্গত, সঞ্জনাকে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ সর্বশেষ দেখা গিয়েছে।সে ছবির প্রচারেই আপাতত ব্যস্ত অভিনেত্রী।