বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Bhattacharya's Divorce: অনিবার্ণ-মধুরিমার ডিভোর্সের গুঞ্জনের মাঝেই তাঁদের দাম্পত্য নিয়ে সামনে এল গোপন তথ্য

Anirban Bhattacharya's Divorce: অনিবার্ণ-মধুরিমার ডিভোর্সের গুঞ্জনের মাঝেই তাঁদের দাম্পত্য নিয়ে সামনে এল গোপন তথ্য

অনির্বাণ-মধুরিমা

সম্প্রতি ই-টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ সূত্রে খবর মিলেছে, অনির্বাণ-মধুরিমা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়ে নিজেদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করেছেন।

বহুদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যদিও চিরকালই ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটে থাকেন অনির্বাণ। তারপরেও বহুদিন ধরেই গুঞ্জন স্ত্রী মধুরিমার সঙ্গে নাকি তাঁর সম্পর্কে চিড় ধরেছে। এমনকি তাঁদের ডিভোর্স হতে চলেছে বলেও শোনা গিয়েছিল।

২০২০- সালে দীর্ঘদিনের বান্ধবী, মূকাভিনয় শিল্পী মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যদিও বিয়ের তিন বছর পার হতে না হতেই শোনা যাচ্ছিল স্ত্রীর সঙ্গে অনির্বাণের সম্পর্কে ফাটল ধরার খবর। এমনকি গত বছর থেকেই অনির্বাণ ও মধুরিমা আলাদা থাকছিলেন বলেই শোনা যাচ্ছিল। যদিও এবিষয়ে অনির্বাণ কিংবা মধুরিমা কেউই কোনও মন্তব্য করেননি। 

তবে সম্প্রতি ই-টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ সূত্রে খবর মিলেছে, অনির্বাণ-মধুরিমা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়ে নিজেদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করেছেন। 

এদিকে বেশকিছুদিন ডিভোর্স নিয়ে টিভি9-এর কাছে মুখ খুলেছিলেন অনির্বাণের স্ত্রী মধুরিমা। তিনি ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে বলেছিলেন, ‘এখনও এসব নিয়ে আলোচনা চলছে! আমার তো ভেবেও হাসি পাচ্ছে।’ এরপর ডিভোর্স নিয়ে হেসে মধুরিমা জানান, ‘এক্কেবারেই এটা হচ্ছে না। তবে আমার কিন্তু প্রশ্নটা খারাপ লাগল না। বরং সত্যিই যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ হত, তখন এই কথাটা শুনতে একটু খারাপ লাগত। তবে যখন এটা সত্যি নয়, তাই কিছুই বলছি না। স্পষ্ট জানাচ্ছি এটা গুজব।’

আরও পড়ুন-বহু মেয়েই তো আমার স্বামীর প্রতি আকৃষ্ট, কেউ অনির্বাণদাকে ভালোলাগার কথা বললে…’, বলছেন স্ত্রী মধুরিমা

মধুরিমারও আগে অনির্বাণকেও এই বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘এনিয়ে এক্কেবারেই কিছু বলতে চাই না। এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি ও তাঁর সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকেই চাইব এটা না হোক। সেটা যেন আমি আমার মধ্যে থেকেই সমাধান করতে পারি। হয়ত কোনও অভব্য আচরণ করব না কারো সঙ্গে। কিন্তু যাঁদের নাম জড়িয়ে গিয়েছে, তাঁদের কষ্ট ও অস্বস্তি যতটা কম করা যায়, সেই চেষ্টা করব।’

প্রসঙ্গত অনির্বাণ-মধুমিতার সম্পর্ক বহু পুরনো। তাঁরা একসঙ্গে নাটক করতেন। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে জানা গিয়েছিল। ২০২০ সালে তাঁরা আইনি বিয়ে সারেন, সঙ্গে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিলেন।

এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি উত্তরবঙ্গে নিজের ওয়েব সিরিজের শ্যুটিং করছেন অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও শীঘ্রই শেক্সপিয়রের 'ওথেলো' অবলম্বনে তৈরি হতে চলা অর্ণ মুখোপাধ্যায়ের 'অথৈ' ছবির শ্যুটিংয়েও করবেন অনির্বাণ। যাতে এবার নেগেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতাকে। যে ছবিটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবেও দেখা যাবে তাঁকে। 

বায়োস্কোপ খবর

Latest News

একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মাত্র ১ বলেই T20 বিশ্বকাপ শেষ! চোয়ালে বল লেগে মাঠ ছাড়লেন উইন্ডিজ ক্রিকেটার… বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল 'প্রমাণ মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল Freedom At Midnight: দেশভাগের গল্প, জিন্না-গান্ধীর দ্বন্দ্ব, প্রকাশ্যে টিজার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.