দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, একে একে শারদীয়া সব উৎসবই শেষ। আর এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন বাঙালিরা। গত ৫দিন ধরেই হৈমন্তিকার আরাধনায় মেতে রয়েছেন রাজ্যবাসী। যদিও মূল পুজো হয় অষ্টমী ও নবমীর দিন। বিশেষকরে প্রত্যেকবছর চন্দনগরে এই পুজো উৎসবের রূপ নেয়। সম্প্রতি চন্দননগরেরই এক পুজোকে ছবির প্রচারের জন্য বেছে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল ‘তালমার রোমিও জুলিয়েট’ টিম।
চন্দননগরে ছবির প্রচার চলাকালীন পুজো মণ্ডপে লেন্সবন্দি হলেন অনির্বাণ ভট্টাচার্য, দেবদত্ত রাহা ও হিয়া রায়। পুজো মণ্ডপে গিয়ে দেবী প্রতিমা দেখে মুগ্ধ হলেন অনির্বাণ। সেই মুহূর্তটি উঠে এসেছে টলিউড অনলাইনের ক্যামেরায়।
আরও পড়ুন-পরমব্রতর পরিচালনায় 'ভোগ' নিয়ে আসছেন অনির্বাণ, রয়েছে আরও অনেক চমক
এদিকে আরজি কর কাণ্ড নিয়ে চুপ থাকার কারণে ট্রোল হতে হয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। আরজি করের ঘটনার পর কোনও মন্তব্য করেননি তিনি। তাঁকে সেভাবে প্রকাশ্যেও দেখা যায়নি। তবে কিছুদিন আগে কালীপুজোর সময় বারাসতে গিয়ে বাইক চালিয়ে তীব্র ট্রোলের মুখে পড়তে হয় অনির্বাণকে। এবার পর্দার 'খোকা'কে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে দেখেও ট্রোল করতে ছাড়লেন না নেটিজেনদের একাংশ। কারোর কারোর মন্তব্য শালীনতা ছাড়িয়ে যায়।
একজন লেখেন, ‘বাজার করতে বেরিয়েছেন।’ কেউ লিখেছেন, ‘অনির্বাণ বেঁচে আছেন দেখে মাও স্তম্ভিত!’ কারোর মন্তব্য, ‘অনির্বাণ এয়েছে ঠাকুর দেখতে! বিশাল বড়মাপের মানুষ নিচের দিকে তাকায় না ঘাড় উঁচু করে শুধু উপর দিকে চায়।’ কারোর কথায়, ‘অনির্বাণ আরজি কর কাণ্ডে চুপ, এদিকে চুপ থেকে নিজের কাজ ঠিক করে যাচ্ছে।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে। অনেকে আবার এসবের মাঝেই অনির্বাণ ও সহ ‘তালমার রোমিও জুলিয়েট’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে আবার ইন্দ্রাণী দত্ত ও রাজনন্দিনী পালের জগদ্ধাত্রী পুজোয় আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার অনেকেই। সেই পুজোয় দেখা মেলে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির। আবার অঙ্গনা রায় রোহন ভট্টাচার্যকেও সেখানে দেখা যায়।
এদিকে এবার ২০ বছরে পা দিল অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমারের বাড়ির জগদ্ধাত্রী পুজো। সেই পুজোতেও হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। দেখাগেল দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে। ছিলেন তাঁদের বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এদিকে জগদ্ধাত্রী পুজো নিয়ে ব্যস্ত টলিপাড়ার আরও এক অভিনেত্রী অঞ্জনা বসু। তাঁর বাড়ির পুজোয় আবার মাছ ভোগ মাস্ট। এছাড়াও থাকে ভাত, নানান ভাজা, ভেটকি মাছ সহ আরও নানান পদ। পুজো হচ্ছে অভিনেত্রী রূপসা চক্রবর্তীর বাড়িতেও। সেখানে ভোগে ছিল খিচুড়ি, পোলাও, বরফি, পায়েস।