বেশকিছুদিন আগে পর্যন্ত অনির্বাণ-মধুরিমার বিয়ে ভাঙার খবরে সরগরম ছিল টলিপাড়া। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারকা দম্পতি। অনির্বাণ বলেছিলেন, ব্যক্তিগত বিষয় তিনি ব্যক্তিগত স্তরেই রাখতে চান, সমস্যা থাকলেও নিজেদের মধ্যেই তা মিটিয়ে নিতে চান। অন্যদিকে ডিভোর্সের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মধুরিমা।
তবে বিচ্ছেদের খবর কিছুটা থিতিয়ে যেতেই শোনা গিয়েছিল, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়ে সবকিছু নতুনভাবে শুরু করার পথে হাঁটছেন অনির্বাণ-মধুরিমা। আর সোমবার দম্পতিকে একসঙ্গে বিমানবন্দরে দেখে আপনাদেরও একথাই মনে হবে যে তাঁদের জীবনে ডিভোর্সের গুঞ্জন এখন শধুই অতীত। এদিন স্ত্রী মধুরিমাকে নিয়েই দেশ ছাড়লেন অনির্বাণ। কিন্তু চললেন কোথায়?
জানা যাচ্ছে, নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগো যাচ্ছেন অনির্বাণ। আর এই যাত্রায় তাঁর সঙ্গী স্ত্রী মধুরিমাও। এদিন রং মিলান্তি পোশাকে বিমানবন্দরে দেখা গেল অনির্বাণ-মধুরিমাকে। তাঁরা দুজনেই পরেছিলেন কালো টি-শার্ট।

তবে শুধু এই দম্পতি নন। এদিন পরিচালক অরিন্দম শীল থেকে শুরু করে টলিপাড়ার আরও অনেকেই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেন। তারই কিছু ছবি উঠে এসেছে অরিন্দম শীলের ইনস্টাগ্রাম পেজে।
প্রসঙ্গত প্রায় ১০ বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিয়ে করেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। ২০২৩ সালে পুজোর ঠিক আগে থেকে তাঁদের বিয়ে ভাঙার খবর শোনা যাচ্ছিল, নিমেষে সেই খবর ছড়িয়েও পড়ে। যদিও তাঁরা বরাবরই এবিষয়ে মুখে কুলুপই এঁটেছিলেন। অনির্বাণ বলছিলেন, ‘এনিয়ে এক্কেবারেই কিছু বলতে চাই না। এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি ও তাঁর সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকেই চাইব এটা না হোক। সেটা যেন আমি আমার মধ্যে থেকেই সমাধান করতে পারি। হয়ত কোনও অভব্য আচরণ করব না কারো সঙ্গে। কিন্তু যাঁদের নাম জড়িয়ে গিয়েছে, তাঁদের কষ্ট ও অস্বস্তি যতটা কম করা যায়, সেই চেষ্টা করব।’
অন্যদিকে মধুরিমা বলেছিলন, ‘এখনও এসব নিয়ে আলোচনা চলছে! আমার তো ভেবেও হাসি পাচ্ছে।’ এরপর মধুরিমা বলেন, ‘এক্কেবারেই এটা (ডিভোর্স) হচ্ছে না। তবে আমার কিন্তু প্রশ্নটা খারাপ লাগল না। বরং সত্যিই যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ হত, তখন এই কথাটা শুনতে একটু খারাপ লাগত। তবে যখন এটা সত্যি নয়, তাই কিছুই বলছি না। স্পষ্ট করে জানাচ্ছি এটা গুজব।’