আরজি কর আবহে মুখ বন্ধ রেখে এমনিতেই ট্রোলের শিকারে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অবস্থা এমন, নেটপাড়ায় অভিনেতাকে নিয়ে কোনো পোস্ট এলেই, কটাক্ষে ভরিয়ে দিচ্ছে নেটপাড়া। আর এবার তো তিনি হেলমেট ছাড়া বাইক চালিয়ে ফেলেছেন, ব্যস আর কি! নতুন করে চলে এলেন ট্রোলের নিশানায়।
কালীপুজোর রাতে বারাসাতে বাইক চালালেন অনির্বাণ। এই অবধি ঠিক ছিল, কিন্তু মাথায় যে হেলমেট নেই! আসলে ঠাকুর দেখতে আসেননি তিনি। এসেছিলেন তালমার রোমিও জুলিয়েট নামে তাঁর যে নতুন ছবি আসতে চলেছে, তার প্রচারে। বারাসতের এক কালীপুজোয় যান অভিনেতা। ১০০ বাইক নিয়ে বারাসতের রাস্তায় ব়্যালি করেন তাঁরা। ছিলেন তালমার রোমিও জুলিয়েট সিরিজের দুই মুখ্য অভিনেতা দেবদত্ত রাহা ও হিয়া রায়।
আরও পড়ুন: সৌমিতৃষার সঙ্গে অনবরত তুলনা মিত্তির বাড়ির নায়িকার! নতুন মেগা নিয়ে কী বলছেন আদৃত
আর এই ভিডিয়ো একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হতেই কটাক্ষ শুরু। একজন লিখলেন, ‘এবার আর পুলিশ চোখে দেখতে পায় না’। আরেকজন লিখলেন, ‘এই লোকটা লম্বা ঘুম থেকে জেগে উঠেছে। এতদিন তো আরজি কর নিয়ে চুপ ছিল। এবার উঠেই বেআইনি কাজ শুরু।’ তৃতীয়জনের মন্তব্য, ‘একসময় কী ভালো লাগত। পুরো সম্মানটাই নষ্ট হয়ে গেছে।’ চতুর্থজন লেখেন, ‘হেলমেট কোথায়? এরা নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’! পঞ্চমজন লেখেন, ‘আর আমাদের মাথায় হেলমেট না থাকলে….’
আরও পড়ুন: বৃদ্ধ বাবা-মাকে দেখে না ছেলে! মিঠুনের হয়ে মমলা লড়বে শুভশ্রী, বিপাকে ঋত্বিক
শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি রোমিও জুলিয়েটকে কেন্দ্র করে তৈরি হয়েছে তালমার রোমিও জুলিয়েট। ছবিতে অভিনয়ের পাশাপাশি অনির্বাণ নিয়েছিলেন কার্যনির্বাহি পরিচালকের দায়িত্বভারও।
আরও পড়ুন: সিঁদুরে লক্ষ্মীমন্ত মুখখানা, কাঞ্চনকে পাশে নিয়ে সকলকে কী করতে বারণ করলেন শ্রীময়ী
সম্প্রতি, সামনে এসেছে সিরিজের টিজার। দেবদত্তকে দর্শক আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ দেখেছেন 'মণিরুল'-এর চরিত্রে। জুলিয়েটের চরিত্রে হিয়া রায়। যাকে দেখা গিয়েছিল 'হইচই'-এর সিরিজ ‘জাতিস্মর’-এ। টিজার শেয়ার করে লেখা হয়েছিল, 'পড়বে সিটি, বাজবে তালি – থাকছে বন্দুক, চুমু, আর সঙ্গে কিছু গালি! এবার পালা ফুলটু এন্টারটেইনমেন্টের!'
হইচই-এর নতুন এই সিরিজে অনির্বাণ, দেবদত্ত, হিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ, বুদ্ধদেব দাসদের। চিত্রনাট্য লিখেছেন দুর্বার শর্মা।