বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রেম করছেন অনির্বাণ-সৃজিত! গুগলের প্রশ্ন শুনে কী বললেন ‘খোকা’

প্রেম করছেন অনির্বাণ-সৃজিত! গুগলের প্রশ্ন শুনে কী বললেন ‘খোকা’

প্রেম করছেন অনির্বাণ-সৃজিত!

Anirban Bhattacharya: অনির্বাণ ভট্টাচার্য যে কত মেয়ের ক্রাশ সেটা নাহয় আর নাই বা বললাম। ফলে এই অভিনেতাকে নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন থাকবে সেটা স্বাভাবিক। এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন খোদ টলিউডের ‘খোকা’।

সদ্যই মুক্তি পেয়েছে ‘আবার বিবাহ অভিযান’। সৌমিক হালদারের এই ছবিতে মুখ্য ভূমিকায় আগেরবারের মতোই দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশ হাজরাকে। অন্যদিকে অভিনেত্রী হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার এবং নুসরত ফারিয়া। ইতিমধ্যেই দর্শকদের থেকে আবার ভালোবাসা পেয়েছে এই ছবি, ঠিক প্রথমবারের মতোই। এবার এই ছবি মুক্তির পর অনির্বাণকে বেশ কিছু মজার প্রশ্ন উত্তর দিতে দেখা গেল।

অনির্বাণকে নিয়ে এখনকার সিধু জ্যাঠা গুগলের কাছে কী কী প্রশ্ন সব থেকে বেশি আসে সেটাই প্রকাশ্যে এল। আর সেই প্রশ্নগুলোর উত্তরও দিলেন খোদ অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণে এখানে প্রথমেই যে প্রশ্নটা করা হয়, থুড়ি অনির্বাণকে নিয়ে যে প্রশ্নটা সব থেকে বেশি গুগলে করা হয় সেটা হল অনির্বাণ কি বাংলার ক্রাশ? উত্তর দেওয়ার আগেই এমন অদ্ভুত একটা মুখ করে বসে অভিনেতা যে সেটা দেখেই হাসি পেতে বাধ্য! এরপর উত্তরে তিনি বলেন, 'অসম্ভব, আমার মনে হয় না এটা সঠিক।' এরপরই তাঁর কাছে যে প্রশ্নবাণ আসে সেটা হল দ্বিতীয় পুরুষ ছবিতে কী সত্যিই পরমকে চুমু খেয়েছিলেন খোকা অনির্বাণ? প্রশ্ন শুনেই ছেলের মুখে এক গাল হাসি! অনেক কষ্টে হাসি থামিয়ে বলেন, 'অবশ্যই। নইলে কি ভিএফএক্সে বানাবে নাকি? কী আশ্চর্য!'

‘আবার বিবাহ অভিযানে’র গনশা পরবর্তী প্রশ্নের উত্তরে জানান তিনি ধনঞ্জয় এবং ফাইনালি ভালোবাসা ছবিতে মেথড অভিনয় করেছেন। অন্য কোথাও নয়। একই সঙ্গে তিনি বলেন ব্যক্তি অনির্বাণ মোটেই চাইনিজ খাবার খেতে পছন্দ করেন না এবং তিনি ইস্ট বেঙ্গলের সমর্থক। চাইনিজ খাবার দ্বিতীয় পুরুষের খোকা খেতে ভালোবাসত। আর তাঁর নাকি ভরে ভরে বদগুণ আছে। যদিও কী কী সেটা বলতে মোটেই রাজি হলেন না 'খোকা'।

পরের প্রশ্নটা শুনে রীতিমত থ হয়ে যান অভিনেতা। কী ছিল প্রশ্ন? সৃজিতের সঙ্গে প্রেম করছেন অনির্বাণ! প্রশ্নটা শুনেই ঘাড় নেড়ে না না করে ওঠেন তিনি। বলেন, 'আমরা বন্ধু। এবং অভিনেতা পরিচালকের সম্পর্ক আমাদের। সব কিছুতে প্রেমের রং লাগাবেন না।' এরপরই তিনি জানান তিন ইন্ডাস্ট্রির তাঁর তিন পছন্দের নায়িকা কারা সেই তালিকা। অভিনেতার পছন্দের অভিনেত্রীর তালিকায় ছিলেন কেট উইন্সলেট, টাবু এবং অনন্যা চট্টোপাধ্যায়।

অনির্বাণ ভট্টাচার্যকে কী ভাবে প্রেম নিবেদন করা যায়? এই প্রশ্ন শুনেই আবার সেই জগৎ ভোলানো হাসি দেন অভিনেতা। বলেন, 'কী অদ্ভুত সব প্রশ্ন! এটার উত্তর আমি দেব না। গুগল বাবজীবনই দেবে।'

মুখোশের আড়ালে কি অনির্বাণই আছেন? উত্তরে তিনি সাফ বলে দেন, 'নেহি বোলেগা। হাম নেহি বোলেগা।'

বন্ধ করুন