আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরও আবার দর্শকদের হাসাতে পর্দায় আসছে আবার বিবাহ অভিযান (Abar Bibaho Obhijaan)। ইতিমধ্যেই এই ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) পরিচালনায় প্রকাশ্যে এল আবার বিবাহ অভিযান ছবিটির টাইটেল ট্র্যাক। এই গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গেয়েছেনও তিনি। তবে তাঁর সঙ্গে এখানে গলা মিলিয়েছেন আরেক অভিনেতা, দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya)। তবে এটাই কিন্তু প্রথম গান নয় যা তাঁরা দুজন একসঙ্গে গাইলেন। বল্লভপুরের রূপকথা (Ballavpurer Roopkatha) ছবিটির সাজো সাজাও এমন করে গানটির পর আবার এই গানটি তাঁরা একত্রে গাইলেন।
আগামী ২৫ তারিখ, ২৫ মে মুক্তি পেতে চলেছে আবার বিবাহ অভিযান। এই ছবিতে উঠে আসছে মালতি গণশার রসায়ন। তাঁরা থাকেন বিদেশের মাটিতে। ফলে এবার সেখানে জমবে নানা মজার ঘটনা।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) এবং অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। তাঁদের সঙ্গে থাকবেন নুসরত ফারিয়া (Nusrat Faria), সোহিনী সরকার (Sohini Sarkar), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছবি মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ্যে এল এই ছবির টাইটেল ট্র্যাক। এই গানটির পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তবে শুধু এই গানটি নয়। এই ছবির সমস্ত গানের সঙ্গীত পরিচালনা তিনিই করেছেন। এই গানের ভিজ্যুয়ালে উঠে এসেছে নানা টুকরো টুকরো মজার মুহূর্তের ঘটনা।
এই ছবিতে উঠে আসবে তিন পুরুষের গল্প। এঁর তাঁদের স্ত্রীর হাত থেকে কদিনের জন্য ছুটকারা পেতে থাইল্যান্ডে ঘুরতে যাবেন। আর সেখানে হয়েই বিপদে পড়েন তাঁরা। তাঁদের তিন বিদেশিনীকে বিয়ে করার মতো পরিস্থিতি হয় দেশের বউ থাকা সত্বেও। আর এই বিয়ের অতিথি কারা জানেন! হ্যাঁ, ঠিকই ধরেছেন এই তিন ব্যক্তির স্ত্রীরা। এবার? সেটা নিয়েই এই ছবির গল্প।
আবার বিবাহ অভিযান ছবিটির টাইটেল ট্র্যাক ছাড়াও আরও একটি যে গান মুক্তি পেয়েছে সেটা লিখেছেন প্রসেন। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং গেয়েছেন আদিত্য দেব। এখন দেখার পালা এটাই যে এই ছবি জামাই ষষ্ঠীর আবহে সকলের মনে কতটা দাগ কাটতে পারে।