বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Bhattacharya: হুমকি,মানসিক অত্যাচার,হেনস্তার অভিযোগ অনির্বাণের বিরুদ্ধে! ছিছিকার নেটপাড়ায়

Anirban Bhattacharya: হুমকি,মানসিক অত্যাচার,হেনস্তার অভিযোগ অনির্বাণের বিরুদ্ধে! ছিছিকার নেটপাড়ায়

 অনির্বাণ ভট্টাচার্য। (ছবি সৌজন্যে - রণিত সরকার)

‘আমাদের আগাছার মতো ট্রিট করে গিয়েছে’- অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুক পেজে লম্বা পোস্ট অ্যাডমিনের। অভিনেতার বিরুদ্ধে আনা হল বিস্ফোরক অভিযোগ। 

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক অনির্বাণ ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, গান- অনির্বাণের প্রশংসক সংখ্যা অজস্র। তবে অনির্বাণের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনল তাঁর ঘনিষ্ঠজন! অভিনেতার ভ্যারিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিনের তরফে অনির্বাণের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঘিরে সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বিরুদ্ধে রীতিমতো ‘ছিছিকার’ শুরু হয়ে গিয়েছে।

সুদীর্ঘ পোস্টে লেখা হয়েছে ২০১৮ সালে ওই পেজের সফর শুরু হয়েছিল। যখন ওই পেজটির দায়িত্ব অ্যাডমিন নেয়, সেইসময় অনির্বাণের পেজের ফলোয়ার সংখ্যা ছিল মাত্র ৪০০। এরপর ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রমের জেরে আজ অনির্বাণের ওই পেজের ফলোয়ার সংখ্যা দশ লক্ষাধিক।

পোস্টে লেখা হয়েছে, ‘… আমরা ছিলাম ওঁর (অনির্বাণের) গুণগ্রাহী। চেয়েছিলাম ওঁর জন্য এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উনি তাঁর ভক্তদের সঙ্গে আলাপচারিতা সারতে পারেন। নিজের উদ্যোগে এই পেজ ভেরিয়ফাই করি। লাফিয়ে বাড়তে থাকে ফলোয়ার সংখ্যা। কিন্ত দুঃখজনক ব্যাপার হল যার জন্য এত কিছু সেই মানুষটি আমাদের আগাছার মতো ট্রিট করে গিয়েছে।’

এই ভ্যারিফায়েড পেজের মহিলা অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে এমনটাও জানানো হয়েছে অনির্বাণের সঙ্গে এই পেজ সংক্রান্ত কোনও চুক্তি কোনওদিনই হয়নি তাঁদের। তাই অনির্বাণ কোনওদিন অ্যাডমিনদের একটা পয়সাও দেননি। এখানেই থামেননি তাঁরা। অ্যাডমিনের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয় এক প্রথমসারির প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও। যাঁদের সঙ্গে বর্তমানে চুক্তিবদ্ধ অনির্বাণ। পোস্টে লেখা হয়েছে, 'শীঘ্রই তাঁর সমস্ত কাজ, প্রচার এই অফিসিয়াল প্ল্যাটফর্মে ক্রস-প্রমোশন করা শুরু হল। যার সরাসরি নির্দেশ আসত ওই সংস্থার কর্মীদের থেকে। সেই নির্দেশের ধরন শুরুতে ছিল 'প্লিজ এটা পোস্ট করে দাও', পরে তা বদলে হয়ে যায়, 'এক্ষুনি পোস্ট কর, না করলে লিগাল অ্যাকশন নেবো।'

অনির্বাণের ওই পেজের অ্যাডমিন দাবি করেছেন, হুমকি দিয়ে কাজ করানো হয়েছে তাঁদের। তাঁদের অভিযোগ অতিমারীর পর যখন অনির্বাণ ‘পেইড প্রমোশন’ করবেন বলে ঠিক করেন তখন তিনি এও জানান প্রধান অ্যাডমিনকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। কিন্তু অ্যাডমিনের কথায়, 'কিন্তু ধীরে ধীরে তিনি সব ভুলে গেলেন। আমাদের জোর করে পয়সা রোজগারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু হল। পাল্টা আমাদের অধিকার কেড়ে নেওয়া হল।' অনিবার্ণের ইনস্টাগ্রাম পেজটিও তাঁর হাতেই গড়া জানান অভিযোগকারিনী। তবে সেটির অধিকার না জানিয়েই ইতিমধ্যে কেড়ে নেওয়া হয়েছে, এই ঘটনার পিছনে সেই প্রযোজনা সংস্থার হাত রয়েছে যার সঙ্গে চুক্তিবদ্ধ অনির্বাণ, এমনটাই অভিযোগ।

নিজের পরিচয় ফাঁস করেননি অ্যাডমিন। তবে তিনি যে মহিলা সেটি স্পষ্ট করেন, পাশাপাশি জানান, এই মুহূর্তে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু প্রয়োজনে সামনে আসবেন তিনি। মানুষজন অনির্বাণকে বা তাঁর শিল্পকে বয়কট করুক এমন দাবিও রাখেননি, তবে তাঁর বক্তব্য- ‘আমরা সকলকে জানাতে চাইছি, আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের ক্রমাগত হেনস্তা করা হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং অন্যায় আচরণ করা হয়েছে’।

এই ব্যাপারে অনির্বাণ কোনওরকম কথা না বলে তাঁদের ব্লক করে দিয়েছে বলে জানিয়েছেন ফেসবুক পেজের মহিলা অ্যাডমিন। এই ব্যাপারে অনির্বাণের বক্তব্য জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বারংবার যোগাযোগের চেষ্টা করা হয় অভিনেতার সঙ্গে। অভিনেতার ফোন বেজে গেলেও ওপার থেকে কোনওরকম উত্তর আসেনি। অপর এক সংবাদমাধ্যমকে একবাক্যে অর্নিবাণ জানান, ‘এ ব্যাপারে আমার কিছু রিপ্লাই দেওয়ার নেই’।

যদিও সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তুলকালাম। ওই পোস্ট হু হু করে ভাইরাল। কমেন্ট বক্সে ছিছিকার অভিনেতার নামে। সকলেই বলছেন, ‘অভিযোগ সত্যি হলে এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়’।

বায়োস্কোপ খবর

Latest News

CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.