বাংলা নিউজ > বায়োস্কোপ > 'কোনও প্রেমিকাকে মিথ্যে প্রেমের গান শোনাইনি', সম্পর্ক নিয়ে অকপট অনির্বাণ

'কোনও প্রেমিকাকে মিথ্যে প্রেমের গান শোনাইনি', সম্পর্ক নিয়ে অকপট অনির্বাণ

অনির্বাণ ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Anirban Bhattacharya)

Anirban Bhattacharya: অনির্বাণের মিথ্যে প্রেমের গান ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। এবার তিনি জানালেন তাঁর কাছে প্রেম মানে কি, কোনটার জায়গাই বা বেশি সত্যি নাকি মিথ্যের?

অনির্বাণ ভট্টাচার্য মানেই দুর্দান্ত অভিনয় এবং গানের মিশেল। এবার তিনি একদম নতুন একটি ছবি নিয়ে এসেছেন দর্শকদের জন্য যেখানে তাঁকে পর্দাতেও গান গাইতে দেখা যাবে। তাঁর নতুন ছবি মিথ্যে প্রেমের গান আর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। সেটা মুক্তি পাওয়ার পরই ফিভার এফএমের সঙ্গে তাঁকে আড্ডা দিতে দেখা গেল। জানালেন তাঁর প্রেম এবং সম্পর্কের বিষয় নানা খুঁটিনাটি।

তাঁকে যখন প্রশ্ন করা হয় প্রেমিকা রেগে গেলে কী করবেন, তিনি বলেন, 'গান গেয়ে রাগ ভাঙাবেন।' কিন্তু এখন তিনি যতই মিথ্যে প্রেমের গান নামক ছবি আনুন তিনি সম্পর্কের ক্ষেত্রে কোনটা পছন্দ করেন? মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রাখা নাকি সত্যি বলে সম্পর্ক ভেঙে দেওয়া? উত্তরে তিনি স্পষ্ট করে দেন যে তিনি মিথ্যের বদলে সত্যকেই বেছে নেবেন। তিনি বলেন, 'সত্যি বলে প্রেম কেচিয়ে দেব।' আর যদি প্রেম কেচেই যায়, তাহলে তার যন্ত্রণা ভুলতে কী করবেন? অভিনেতার অকপট উত্তর, 'গান শুনব।'

যে মানুষ এত ভালো গান গান, তিনি নিশ্চয় তাঁর প্রেমিকাকেও গান শুনিয়েছেন। এই বিষয়ে অনির্বাণ সাফ জানান, 'তিনি কখনই কোনও প্রেমিকার জন্য গান গাননি।' তাহলে তাঁর কাছে কী সম্পর্কে গানের তেমন গুরুত্ব নেই? থাকলেও কতটা? অনির্বাণ বলেন, 'আমার কাছে সম্পর্কে প্রেমের জায়গা ১-১০ এর মধ্যে ৪-৫ হবে।' আর মিথ্যের? এই বিষয়ে তিনি বলেন, '৭-৮।' ফলে এটা স্পষ্ট তিনি যতই মিথ্যে প্রেমের গান গান না কেন ছবিতে তাঁর জীবনে আদতে প্রেমের মধ্যে প্রেমের জায়গা খুবই কম। তিনি সত্যের উপর ভিত্তি করেই চলতে চান।

পরমা নেওটিয়ার ছবি মিথ্যে প্রেমের গানে মুখ্য ভূমিকায় অনির্বাণ ছাড়াও ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। পাঠান ঝড়ের মধ্যেই মুক্তি পায় এই ছবিটি। ফলে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবি।

আগামীতে ইশা সাহাকে পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরে ফেরার গান নিয়ে আসছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন