বাংলা নিউজ > বায়োস্কোপ > মিথ্যে কখনও কিছু করিনি, যখন যতটুকু সময়ের জন্যই হোক সৎ ভাবেই করেছি: অনির্বাণ

মিথ্যে কখনও কিছু করিনি, যখন যতটুকু সময়ের জন্যই হোক সৎ ভাবেই করেছি: অনির্বাণ

অনির্বাণ ভট্টাচার্য

‘মিথ্যে কখনও কিছু করিনি। যখন যেটা করেছি, সেটা যতটুকু সময়ের জন্যই হোক সৎ ভাবেই করেছি।’ গান গেয়ে কখনও কাউকে প্রভাবিত করার চেষ্টা করেছো? অভিনেতার সোজা-সাপটা জবাব ছিল, ‘হ্যাঁ, অনেককে। গান গাইতে যখন পারি, করব না কেন। যতগুলো তীর আছে সবগুলোই তো ছুড়ে দেখতে হবে।’

ইশা সাহার সঙ্গে জুটি বেঁধে আসছে অনির্বাণ ভট্টাচার্যের ছবি 'মিথ্যে প্রেমের গান'। সম্প্রতি সেই ছবিটি নিয়েই ফিভার এফএম-এর আর জে জিনিয়ার মুখোমুখি হয়েছিলেন অনির্বাণ। যেখানে বেশকিছু মজাদার প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা।

আর জে জিনিয়ার প্রশ্ন ছিল, এই মুহূর্তে অনির্বাণ কোন গানটা গুনগুন করছেন? উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন অনির্বাণ। বলেন, এই মুহূর্তে তিনি 'মিথ্যে প্রেমের গান'ই গুনগুন করছেন। অনির্বাণের কথায়, ‘ছবিতে ১১টা গান আছে, তার মধ্যে অচেনা কারোর বুকে গানটা আজকাল বেশিই গুনগুন করছি। আর জানে হৃদয় গানটিও আমার ভীষণ পছন্দের। এই দুটি গানই আমার মাথার মধ্যে চলছে। আমার গাড়িতেও গানগুলি চলছে অভিনয় করেছি বলে নয়, গানগুলো পছন্দ হয়েছে বলে।’

নিজের গাওয়া গানগুলির মধ্যে কোনটা প্রিয়? উত্তরে অনির্বাণ বলেন, ‘আছে একটা, গেয়েছি, তবে সেটা এখনও বের হয়নি।’ মিথ্যে প্রেমের গান কি কখনও কারোর জন্য গেয়েছেন? অনির্বাণের উত্তর ছিল, ‘মিথ্যে কখনও কিছু করিনি। যখন যেটা করেছি, সেটা যতটুকু সময়ের জন্যই হোক সৎ ভাাবেই করেছি।’ গান গেয়ে কখনও কাউকে প্রভাবিত করার চেষ্টা করেছো? অভিনেতার সোজা-সাপটা জবাব ছিল, ‘হ্যাঁ, অনেককে। গান গাইতে যখন পারি, করব না কেন। যতগুলো তীর আছে সবগুলোই তো ছুড়ে দেখতে হবে। বিভিন্ন গান গেয়েছি। বাংলা, কবীর সুমনের গান গাইতাম একসময়, হিন্দি গানও গেয়েছি, আবার সুরজ হুয়া মাধ্যমও গেয়েছি।’

তোমাকে গান গেয়ে শোনালে ইমপ্রেসড হও? অনির্বাণ বলেন, ‘হ্যাঁ, আমাকে ইমপ্রেসড করা খুব সোজা। ভালো কথা বললেও ইমপ্রেসড হয়ে যাই, আবার গান গাইলেও।’ তোমার লিপে কোন গায়ক গাইলে ভালো লাগে? অনির্বাণ জানান, ‘এই ছবির গানগুলো ইশান মিত্র অপূর্ব গেয়েছে। তবে কে না চায়, অরিজিতের (অরিজিৎ সিং) লিপে গাইতে।’ কোন ফিমেল সিঙ্গারের গান ভালো লাগে? অনির্বাণ জানান, ‘অনেকেই আছেন ইপ্সিতা, মধুবন্তী, আমার সুরঙ্গনার গান ভালো লাগে। আর অল টাইণ ফেভারট বললেন কৌশিকী চক্রবর্তী ও জয়তী চক্রবর্তী। আমি জয়তীদির গানের ভীষণ ভক্ত।’

আজকাল অনেক অভিনেতাই গান গান, পেশাদার না হলেও স্টেজে উঠে মানুষকে এন্টারটেইন করার জন্য গান। অডিয়েন্সও চিৎকার করে হাততালি দেয়। কী বলবে? অনির্বাণ জানান, ‘মানুষ যতক্ষণ আনন্দ পাচ্ছেন, তাতে তো খারাপ কিছু নেই। তবে আমি যদি মানুষকে গান শোনাতে চাই, তাহলে সেটার পিছনে খানিকটা চর্চা থাকলেই ভালো লাগবে। যাই করব, সেটাই মানুষের ভালো লেগে যাবে, এতটা আত্মবিশ্বাসে ভর করে কিছু করা সবসময় উচিত নয়। ’

বন্ধ করুন