মুক্তি পেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যর সিরিজ তালমার রোমিও জুলিয়েট। অর্পণ গড়াই পরিচালিত এই ছবিতে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। সেই সিরিজ মুক্তির আগে নিজের কাজ থেকে নাটক, মঞ্চ নিয়ে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: আর 'লক্ষ্মী কাকিমা' নয়, এবার অপরাজিতা মাফিয়া! ‘বানসারা’য় কার সঙ্গে জড়াবেন সংঘাতে?
বল্লভপুরের রূপকথা, মন্দার, অথৈয়ের পর আবারও নাটক ভিত্তিক কাজ আনবেন অনির্বাণ ভট্টাচার্য? এই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এটা থেকে বেরোতে চান। আর এক ধরনের কাজ করতে আগ্রহী নন তিনি। তাঁর কথায়, ' সবাই বলছে এরা নাটক থেকে এসেছে তাই শুধুই নাটক থেকে সিনেমা করে। তাই এবার এটা থেকে বেরোতে হবে। একটা ভুল ধারণা ছড়াচ্ছে। অন্য কিছু করতে হবে এটা থেকে বেরোতে।'
শুধু নাটক ভিত্তিক ছবি নয়, অভিনেতা আপাতত মঞ্চ থেকে দূরে থাকবেন বলেও জানান এদিন। অনির্বাণের কথায়, 'মঞ্চের কাজ আপাতত ছেড়ে দিয়েছি। আমি আর করছি না। আবার যদি কখনও তাগিদ অনুভব করি তখন দেখা যাবে।'
বাংলায় কাজ নিয়ে কী বললেন অনির্বাণ?
অনির্বাণ এদিন স্পষ্ট করেই জানিয়ে দেন বাংলা বিনোদন জগতের কাজের পরিবেশ মোটেই আশাব্যঞ্জক নয়। এমন অবস্থায় দেবদত্ত রাহা বা উজান গঙ্গোপাধ্যায়ের মতো নতুন প্রজন্মের অভিনেতাদের সুযোগ কমে যাচ্ছে বলেই তাঁর মত। তবে তাই বলে বাংলা ছেড়ে বাইরে কাজ করতে যাওয়ার পক্ষপাতী নন অনির্বাণ। তিনি এখানে থেকেই কাজ করবেন বলে জানান। অভিনেতার কথায়, ' এটা আমার বুনিয়াদ, আবার মাটি। সব ছেড়ে কেন যাব? যাঁরা আমায় ভালোবাসেন তাঁরাও এখানে থাকেন। যাঁরা ট্রোল করেন তাঁরাও।'
আরও পড়ুন: 'কী মনোমুগ্ধকর শো হল!' অনুপমের সুরে মাতল রবিবারের নিক্কো পার্ক, মুগ্ধ লগ্নজিতা - ইমনরা কী বলছেন?
অনির্বাণ ভট্টাচার্যকে শেষবার অথৈ ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে সেই ছবিতে অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার ছিলেন।