মুক্তি পেতে চলেছে তালমার রোমিও জুলিয়েট। হইচই প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজে ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন অনির্বাণ ভট্টাচার্য। আর সেই সিরিজ মুক্তি পাওয়ার আগে কেরিয়ারের আগামী পরিকল্পনা থেকে টলিউড সবটা নিয়ে কী জানালেন অভিনেতা?
অভিনয়কে বিদায় জানানোর পরিকল্পনা করছেন নাকি অনির্বাণ?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, 'কাজ ছাড়ার কথা ভেবেছিলাম। সকালে মনে হল একটা ছবি তৈরি করব। বিকেলে ভাবলাম অভিনয়ই করব না।' কিন্তু অভিনয় যদি ছেড়ে দেন কী করবেন অভিনেতা? তাঁর কথায় তিনি এখনও জানেন না কী করবেন। হয়তো 'চায়ের দোকান' খুলবেন 'যেখানে সিঙারা, কচুরি পাওয়া যাবে'।
যদিও একই সঙ্গে অনির্বাণ জানিয়েছেন অভিনয় তাঁর কাছে ভালোবাসা, তাই এই মাধ্যমকে ছাড়ার ভাবনা তাঁর মাথায় কখনও এলেও তিনি সেটার সঙ্গে লড়াই করেন, ফিরে আসেন কাজে।
বাংলা ভাষা এবং বাংলা বিনোদন জগৎ নিয়ে কী বললেন অনির্বাণ?
অনির্বাণ ভট্টাচার্য এদিন সাফ সাফ জানিয়ে দেন বাংলা ভাষার ভবিষ্যৎ খুবই সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে আছে। তাঁর কথায়, 'বাংলা ভাষার বিনোদনের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। সিনেমার কথাই আমি মূলত বলতে চাইছি।'
তবে কি বলিউডে মনোনিবেশ করবেন অনির্বাণ? তাঁর কথায় সেখানে কাজ করতে তাঁর আপত্তি নেই তবে ওখানে কাজ পেতে পিআর বেশি করতে হয়। পার্টিতে যেতে হয়। দিতে হয় অডিশনও। কিন্তু তিনি এগুলোর কোনওটাই করেন না।
তালমার রোমিও জুলিয়েট প্রসঙ্গে
তালমার রোমিও জুলিয়েট সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। গল্পে উঠে আসবে প্রেম, বিচ্ছেদ, প্রতিহিংসা, প্রতিশোধ এবং কষ্টের কথা। অর্পণ গড়াই এই সিরিজের পরিচালনা করেছেন। স্ক্রিপ্ট লিখেছেন দুর্বার শর্মা। অন্যান্য চরিত্রে এই সিরিজে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, পায়েল দে, অনুজয় চট্টোপাধ্যায়, দুর্বার শর্মা, প্রমুখকে।