বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban-Ishaa's new film: ভ্যালেন্টাইনস ডের আগেই ভরা মঞ্চে ইশার জন্য 'মিথ্যে প্রেমের গান' গাইবেন অনির্বাণ!

Anirban-Ishaa's new film: ভ্যালেন্টাইনস ডের আগেই ভরা মঞ্চে ইশার জন্য 'মিথ্যে প্রেমের গান' গাইবেন অনির্বাণ!

ইশার জন্য 'মিথ্যে প্রেমের গান' গাইবেন অনির্বাণ!

Anirban-Ishaa's new film: আসছে অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহা অভিনীত ছবি ‘মিথ্যে প্রেমের গান’। ছবিটির পরিচালনা করেছেন পরমা নেওটিয়া। সেই ছবিরই ট্রেলার প্রকাশ্যে এল।

অনির্বাণ ভট্টাচার্য মানেই ট্যালেন্টের পাওয়ার হাউজ! অভিনয় হোক বা পরিচালনা, থিয়েটারের মঞ্চ হোক বা পর্দা, কিংবা সুরের জাদু সবেতেই পারদর্শী তিনি। তবে গানের বিষয়ে যাঁরা নিয়মিত থিয়েটার দেখেন বা যুক্ত তাঁরা যতটা ভালো জানেন ততটা ভালো বোধহয় বাংলা ছবির দর্শকরা জানত না। হ্যাঁ, ‘শাহজাহান রেজেন্সি’র ‘কিচ্ছু চাইনি আমি’ গানটিতে তার খানিক আভাস মিলেছে বটে। কিন্তু তাঁর গলার সুরে যে কতটা মাদকতা আছে সেটা কি জানেন? এবার তিনি সেই সুরের জাদু সোজাসুজি পর্দায় ছড়িয়ে দিতে আসছেন। না, আর প্লেব্যাক নয়। এবার পর্দাতেই তাঁকে গাইতে দেখা যাবে। সঙ্গীতশিল্পীর ভূমিকায় তিনি অভিনয় করবেন তাঁর আগামী ছবিতে।

মুক্তি পেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবি ‘মিথ্যে প্রেমের গান’। এই ছবির পরিচালনা করেছেন পরমা নেওটিয়া। সেই ছবির ট্রেলার আজ, ১৫ জানুয়ারি প্রকাশ্যে এল। এই ছবিতে ত্রিকোণ প্রেমের গল্প উঠে আসবে। অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী।

এই ছবির গান, সংলাপ, আর অনির্বাণের ম্যাজিক দারুণভাবে ধরা পড়েছে এই ছবির ট্রেলারে। প্রেমের গল্পটি যেন পরিপূর্ণ হয়েছে। ট্রেলার থেকে জানা গিয়েছে অনির্বাণের চরিত্রের নাম হল অভীক। তাঁর পেশা গান গাওয়া। তিনি একজন আধুনিক সঙ্গীতশিল্পী। একই সঙ্গে তিনি লেখকও বটে। গল্পের আরেক চরিত্র অর্জুন হলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। আর নায়িকা থাকবেন সাংবাদিকের চরিত্রে। তাঁর নাম অন্বেষা। এই তিনজনকে ঘিরেই আবর্তিত হবে ত্রিকোণ প্রেমের গল্প।

শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক গানের টক্কর, ভালোবাসা, তাকে পাওয়ার লড়াই- সবটাই ফুটে উঠবে এই ছবিতে। দেখা যাবে প্রেম থেকে বিচ্ছেদ সবটাই। আগামী ১০ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের কয়েকদিন আগেই মুক্তি পাবে এই ছবি।

বায়োস্কোপ খবর

Latest News

থাকবেন CM, সুর 'নরম' করেও মানা হল না সব 'শর্ত', ফের ডাক্তারদের চিঠি নবান্নের ‘‌ইহা পে আরজি কর হো জায়েগা’‌, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি মদ খেয়ে ডিউটি করলে কঠোরতম শাস্তি, পুলিশ, সিভিক, জিআরপির জন্য কড়া নির্দেশিকা লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্পানি উত্তরবঙ্গ লবির কর্তা নাকি প্রধান বিচারপতির ‘আত্মীয়’! দাবি করে গ্রেফতার যুবক ৭৮ এই থামল কণ্ঠ, না ফেরার দেশে দূরদর্শন-আকাশবাণীর সংবাদ পাঠিকা ছন্দা সেন মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়? কলম্বিয়ার বিরুদ্ধে হার, মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে সপাটে ‘চড়’ এমি মার্টিনেজের! কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা আরজি কর আবহেই সবুজ ঝড়, তৃণমূলের দখলে আরও একটি সমবায় সমিতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.