অনির্বাণ চক্রবর্তী যে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন খুব একটা বেশিদিন হয়নি। তবে অল্প দিনেই বিভিন্ন রকমের চরিত্র করে তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর অভিনয়ের দক্ষতা। ৮ থেকে ৮০ সকলেই যেন তাঁর ভক্ত। কখনও প্রধান ছবির দুষ্টু প্রধান তো কখনও আবার ফেলুদার জটায়ু সবেতেই তিনি যেন অনন্য। কিন্তু এত বিভিন্ন চরিত্রের মাঝেও তিনি আপামর বাঙালির কাছে যেন একেন বাবু। অনেকে তাঁকে এই নামেই বেশি চেনেন। আর এ হেন অভিনেতা এদিন তাঁর এক ভক্তের থেকে এক দুর্দান্ত উপহার পেলেন।
কী ঘটেছে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে?
সমস্ত অভিনেতারা চান যে তাঁদের কাজ প্রশংসিত হোক, সম্মান পাক, পুরস্কার পাক। অনির্বাণ চক্রবর্তীও তবে ব্যতিক্রম নন। তবে এদিন তিনি কোনও পুরস্কার বা সম্মান পাননি, বরং এক খুদের ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছেন। তাঁর কাছে সেটাই যেন এক বিরাট প্রাপ্তি।
আরও পড়ুন: ব্যারাকপুরে লালের হাল ফেরাতে বদ্ধপরিকর দেবদূত, এবার হুডখোলা গাড়িতে সহকর্মীর হয়ে প্রচার শ্রীলেখার
এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে একটি পাতায় তাঁর সই করা। আর সেই পাতাটি একটি ফ্রেমে বাঁধানো। এই ছবিটি পোস্ট করে অনির্বাণ লেখেন, 'সেলফি নেন বেশিরভাগ মানুষ। ক্লাস সিক্সে পড়া এই বাচ্চাটি অটোগ্রাফ চেয়েছিল। তাঁর কাছে এটা এতটা মূল্যবান মনে হয়েছে যে সে বাবা মার কাছে আবদার করে সেটা ফ্রেম করে রেখেছে। এই ছবিটি আমাকে পাঠিয়েছেন তাঁর এক আত্মীয়। জীবনের অনেক না পাওয়াকে ব্যালেন্স করে দেয় এই সব পুরস্কার।'
অনির্বাণের মতে এই ছবি এবং তার সঙ্গে মিশে থাকা ভালোবাসা যেন তাঁর অনেক না পাওয়াকে ব্যালেন্স করে দিল। ২০১৮ সাল থেকে অনির্বাণ চক্রবর্তীকে একেন বাবু চরিত্র করতে দেখা যাচ্ছে। আর সেই চরিত্রের হাত ধরে যে কেবল বড়দের মন জয় করেছেন সেটাই নয়। ছোটরাও তাঁর যে ভীষণ গুণমুগ্ধ এই ছবিই যেন জ্বলন্ত প্রমাণ।