বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Chakrabarti as Eken Babu: একেন বাবু পেটুক হলেও খাদ্যরসিক নন অনির্বাণ, এবারের অভিযান খাস মহানগরেই

Anirban Chakrabarti as Eken Babu: একেন বাবু পেটুক হলেও খাদ্যরসিক নন অনির্বাণ, এবারের অভিযান খাস মহানগরেই

রহস্যের জাল ছাড়াতে আসছে একেন বাবু

Anirban Chakrabarti as Eken Babu: বড়দিনে আসছে একেন বাবু। অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ মুখার্জি ঘোষণা করলেন একেন বাবু সিরিজের নতুন ছবির নাম, মুক্তির দিন।

অনির্বাণ চক্রবর্তী আরও একবার একেন বাবু হয়ে পর্দায় আসতে চলেছেন। বড়দিনে এবার বড় ম্যাজিক। এবারের সিরিজের নাম ‘একেন বাবু এবার কলকাতায়’। একেন্দ্র সেন ওরফে একেন এবার তাঁর শহর, কলকাতায় ফিরে এসেছেন, আর না চাইতেও একটি সিরিয়াল কিলিংয়ের কেসে জড়িয়ে পড়েন। হইচইতে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

এই সিরিজে ধরা পড়বে একেন বাবুর প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় এবং খাবারের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী এই সিরিজের সেরা মুহূর্তের কথা জানতে গিয়ে বলেন, 'একটি সেরা মুহূর্তের কথা বলা চাপের বিষয়, একাধিক মজার, ভালো মুহূর্ত রয়েছে। এখন আমরা একটা টিম হয়ে গিয়েছি। আমার, সোমক, এবং সুহোত্রের মধ্যে একটা দারুন বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। আর গোটা বিষয়টার জন্য আমি আমার পরিচালকের কাছে কৃতজ্ঞ থাকব। উনি ভীষণই মাটির মানুষ। উনি এই টিমটা নিয়ে এত স্বচ্ছন্দে কাজ করেন যে আমাদেরও ভালো লাগে কাজ করতে পেরে। গোটাটাই ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন আমরা সবাই পিকনিক করছি।'

কিন্তু একেন বাবু যেমন খেতে ভালোবাসে, অনির্বাণ চক্রবর্তীও কি তাই? এই প্রশ্নের উত্তরে তিনি হেসে জানান, ' একেন বাবু পেটুক হলেও, আমি একদমই নই।' এই সাক্ষাৎকারে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এই সিরিজের পরিচালক জয়দীপ মুখার্জি, চিত্রনাট্যকার সুজন দাশগুপ্ত ছিলেন।

অনির্বাণ চক্রবর্তী অনেক বেশি পরিচিতি পেয়েছেন তাঁর এই একেন বাবু সিরিজের মাধ্যমে। একেন বাবুর চরিত্রে দর্শকরা তাঁকে ভীষণই পছন্দ করেন, কিন্তু এটার সম্পূর্ণ কৃতিত্ব অনির্বাণ একা নিতে চান না। তাঁর কথায়, ' একেন বাবুকে তৈরি করার কৃতিত্ব আমি সম্পূর্ণ একা নিতে চাই না। এটা একটা টিম ওয়ার্ক। তবে এই সিরিজে আমরা তিনজন সবসময় থেকে গিয়েছি, আমি, সুজন এবং পদ্মনাভ দাশগুপ্ত, যিনি স্ক্রিপ্ট লিখেছেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিচালক বদলেছেন, ছবির অন্যান্য চরিত্ররাও বদলেছে। কিন্তু আমরা তিনজন এক থেকে গিয়েছি। আর আমি ভীষণ খুশি এমন একটা কাজের অংশ হতে পেরে। একেন বাবু এমন একজন গোয়েন্দা যাঁকে ঠিক চেনা গতে ফেলা যায় না। অর্থাৎ গম্ভীর বা হিরো হিরো ব্যাপার নেই একেন বাবুর মধ্যে। একেন বাবু যেন পাশের বাড়ির একজন মানুষ। আপনি তাঁকে সিরিয়াসলি নেবেন না, আর সেটাই যেন তাঁর ইউএসপি।'

একেন বাবুর সঙ্গে হামেশাই ব্যোমকেশ বক্সী, ফেলুদার তুলনা করা হয়। কিন্তু এই বিষয়গুলো কি অনির্বাণকে চিন্তায় ফেলেছে? এর উত্তরে তিনি জানান, 'একদমই না। প্রতিটি গোয়েন্দা চরিত্রের নিজের নিজের ইউএসপি থাকে। একেন বাবু বাকিদের থেকে অনেকটাই আলাদা।'

বন্ধ করুন