একেন বাবু রুদ্ধশ্বাস রাজস্থান মুক্তি পেয়েছে মাত্র দুদিন হয়েছে। পয়লা বৈশাখের উপহার হিসেবে এই ছবি বড়পর্দায় রিলিজ হয়েছে। আবারও এই ছবিতে একেন বাবু ওরফে একেন্দ্র সেনের চরিত্রে দেখা দিয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর দুই সঙ্গী, বাপির ভূমিকায় ছিলেন সুহোত্র মুখোপাধ্যায় এবং প্রমথের চরিত্রে ছিলেন সোমক ঘোষ। এই ছবি মুক্তি পাওয়ার পর একেন বাবু জানালেন তাঁর নিজের একাধিক পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগার কথা।
একেন বাবুকে দেখে সবাই কী বলে? এই বিষয়ে ফিভার এফএমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনির্বাণ থুড়ি একেন বলেন, 'অনেকেই আমার সঙ্গে মশকরা করে বলেন এই ছবিতে নাকি আমিই সব। একমাত্র ভিলেন ছাড়া, নায়ক থেকে কমেডিয়ান সব কিছুই আমি। এমনকি অনেকেই আমায় আরও একটি বিষয় প্রশ্ন করেন যে কবে আমার স্ত্রীকে পর্দায় দেখা যাবে, আত্মীয়দের সবার দেখা মিললে বউকে কেন দেখা যায় না?'
একেন বাবুকে নিয়ে অনির্বাণের কী মত? অভিনেতা বলেন, 'আসলে এই চরিত্রটাকে ইটসেলফ সবাই খুব ভালোবাসে। ও কোন রহস্য সমাধান করছে সেটা জরুরি নয়, মানুষটা এরপর কী করবে, কোন মজা করবে সেটা জানতে সবাই মুখিয়ে থাকেন। ফলে এই চরিত্রটাকে মানুষ ভালোবাসেন।'
যাঁর লেখা একেন বাবু সেই সুজন দাশগুপ্ত নিজের কলকাতার বাড়িতে নিজেই নিজের প্রাণ কেড়ে নেন অজানা কারণে। এবারের বইমেলার আগেই তাঁর মৃত্যু হয়। যদিও তিনি জেনে গিয়েছিলেন এই ছবির কথা। তাঁর সঙ্গে পর্দার একেনের সম্পর্ক কেমন ছিল? উত্তরে অনির্বাণ বলেন, 'এই সিরিজের প্রথম ভাগের যখন শুট করছি ২০১৮ সালে তখন তিনি সেটে এসেছিলেন। সেটাই আমাদের প্রথম দেখা ছিল। আর ওঁর সঙ্গে গল্প করতে এত ভালো লাগত। এত বুদ্ধিদীপ্ত ছিলেন। ধীরে ধীরে একেন বাবু যে সাফল্য পাচ্ছে সেটা দেখে খুব খুশি ছিলেন। আশা করি উনি আজও কোথাও থেকে দেখছেন।'
সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, যোধপুরের সেই সার্কিট হাউজ যা অস্কারজয়ী প্রয়াত পরিচালকের কর্মক্ষেত্র ছিল সেখানে অভিনয় করার অনুভূতি কেমন ছিল একেনের? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, 'অনির্বাণ চক্রবর্তীর প্রথমবার রাজস্থান যাওয়া। একেনেরও। ছবিতে আলাদা করে কোনও ট্রিবিউট দেওয়া হবে বলে শট নেওয়া হয়নি। সোনার কেল্লাকে প্রথমবার দেখার পর যে মুগ্ধতা ছিল সেটা একেনেরও ছিল, আমারও ছিল। যোধপুর সার্কিট হাউজে শ্যুটিং করে সেই রোমাঞ্চ অনুভব করা আমারও ছিল, একেনেরও ছিল। দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জয়সালমেররে শুট মানেই উট চড়া ইত্যাদি থাকবেই। ফলে অনেকটা কাছাকাছি গেছে দৃশ্যগুলো। কিন্তু কপি নয়।'
অন্যদের মতো ফিভার এফএমও তাঁর কাছে শেষে একই প্রশ্ন রাখে। নিজের স্ত্রীর চরিত্রে কাকে বেছে নেবেন একেন? কোয়েল, ঋতুপর্ণা নাকি বিদ্যা বালান? উত্তরে অভিনেতা বলেন, 'বাংলায় হলে ঋতুপর্ণা বা কোয়েল আর হিন্দিতে হলে বিদ্যা।'